সিলেটে বিএনপি নেতা ছুরিকাঘাতে খুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / ২৫০ Time View

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় রবিবার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে বিএনপি নেতা আ ফ ম কামালকে (৪৪) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত কামাল নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়বাজার এলাকায় প্রাইভেট কারে চড়ে যাচ্ছিলেন কামাল।

এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁর গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেট বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির বলেন, ‘কী কারণে কামালকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ’

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামাল বলেন, ‘কে বা কারা কামালকে ছুরিকাঘাত করেছে তা এখনো জানতে পারিনি। রাজনৈতিক বিরোধের কারণে তাঁকে হত্যা করা হয়েছে কি না তা-ও নিশ্চিত নই। ’

Tag :

Please Share This Post in Your Social Media

সিলেটে বিএনপি নেতা ছুরিকাঘাতে খুন

Update Time : ১২:৪৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় রবিবার (৬ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে বিএনপি নেতা আ ফ ম কামালকে (৪৪) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত কামাল নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়বাজার এলাকায় প্রাইভেট কারে চড়ে যাচ্ছিলেন কামাল।

এ সময় দুটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁর গাড়ির গতিরোধ করে। এক পর্যায়ে তাঁকে গাড়ি থেকে নামিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেট বিমানবন্দর থানার ওসি মাইনুল জাকির বলেন, ‘কী কারণে কামালকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ’

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামাল বলেন, ‘কে বা কারা কামালকে ছুরিকাঘাত করেছে তা এখনো জানতে পারিনি। রাজনৈতিক বিরোধের কারণে তাঁকে হত্যা করা হয়েছে কি না তা-ও নিশ্চিত নই। ’