সাড়ে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

  • Update Time : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / 140

জেলা প্রতিনিধিঃ

টেকনাফের সমুদ্র সৈকতের ঝাউ বাগান থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার মূল্যের ২কেজি ৬৪ গ্রাম (ক্রিস্টাল মেথ) আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর নোয়াখালী পাড়া এলাকা থেকে আইসগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, টেকনাফ সদর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফ সী বিচ বিওপি হতে আনুমানিক সাড়ে ৩ দশমিক ৩ কিলোমিটার মেরিন ড্রাইভ সংলগ্ন উত্তর নোয়াখালী পাড়ার সমুদ্র সৈকতের ঝাউবাগান দিয়ে একটি বিশাল মাদকের চালান পাচার হবে-এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় ঝাউ বাগানের ভেতর গাছের নিচে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার মূল্যের ২ কেজি ৬৪ গ্রাম (ক্রিস্টাল মেথ) আইস পাওয়া যায়। এসময় কোন মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিক বিহীন (ক্রিস্টাল মেথ) আইস গুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাড়ে ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ জব্দ

Update Time : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

জেলা প্রতিনিধিঃ

টেকনাফের সমুদ্র সৈকতের ঝাউ বাগান থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার মূল্যের ২কেজি ৬৪ গ্রাম (ক্রিস্টাল মেথ) আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোর রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর নোয়াখালী পাড়া এলাকা থেকে আইসগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, টেকনাফ সদর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফ সী বিচ বিওপি হতে আনুমানিক সাড়ে ৩ দশমিক ৩ কিলোমিটার মেরিন ড্রাইভ সংলগ্ন উত্তর নোয়াখালী পাড়ার সমুদ্র সৈকতের ঝাউবাগান দিয়ে একটি বিশাল মাদকের চালান পাচার হবে-এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এসময় ঝাউ বাগানের ভেতর গাছের নিচে লুকায়িত অবস্থায় কালো পলিথিনে মোড়ানো একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ব্যাগের ভেতর থেকে ১০ কোটি ৩২ লাখ টাকার মূল্যের ২ কেজি ৬৪ গ্রাম (ক্রিস্টাল মেথ) আইস পাওয়া যায়। এসময় কোন মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মালিক বিহীন (ক্রিস্টাল মেথ) আইস গুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।