সাইডবার নামে নতুন টুলবক্স ফিচার আনছে শাওমি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • / ১১১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

চীনা স্মার্টফোন শাওমি এবার তাদের ব্যবহারকারীদের জন্য নতুন আরেকটি আপডেটের মাধ্যমে ফিচার আনতে যাচ্ছে। যে টুলবক্সটির নাম হচ্ছে সাইডবার।

গিজমোচায়নার খবরে জানা গেছে, চলতি মাসের শুরুতেই এমআইইউআইতে স্যামসাংয়ের এজ প্যানেলের মতো ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এরই মধ্যে ফিচারটির নাম পরিবর্তন করেছে শাওমি।

এমআইইউআইয়ের উইকলি বেটা চ্যানেলে সম্প্রতি স্মার্ট টুলবক্স ফিচার নিয়ে এসেছে শাওমি। স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটে যে এজ প্যানেল ফিচার দেখা যায় এটি তার অনুরূপ। অন্যান্য অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) প্রতিষ্ঠানও ব্যবহারকারীদের এ সেবা দিয়ে থাকে। কিছু কারণে ফিচারটি চালু করার ক্ষেত্রে শাওমি বেশ সময় নিয়েছে। সে সময় প্রতিষ্ঠানটি ফিচারের নামও নির্দিষ্ট করেনি।

টেলিগ্রামে এমআইইউআই সিস্টেম আপডেট চ্যানেলে প্রাপ্ত তথ্যানুযায়ী, স্মার্ট টুলবক্সের নাম পরিবর্তন করে সাইডবার দেয়া হয়েছে। এমআইইউআই সিকিউরিটি অ্যাপে এক আপডেটের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশ পেয়েছে। আপডেটে প্রদত্ত চেঞ্জলগে প্রচলিত বাগের সমাধান প্রদানের পাশাপাশি সিস্টেমের সামগ্রিক উন্নয়নের বিষয়ে বলা হয়েছে।

প্রযুক্তিবিদদের আশা, সামনের দিনগুলোতে নতুন সাইডবারে শাওমি অত্যাধুনিক ফিচার যুক্ত করবে। বর্তমানে গেম খেলার সময় বা ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা সাইডবার ব্যবহার করতে পারেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সাইডবার নামে নতুন টুলবক্স ফিচার আনছে শাওমি

Update Time : ১০:৩৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

চীনা স্মার্টফোন শাওমি এবার তাদের ব্যবহারকারীদের জন্য নতুন আরেকটি আপডেটের মাধ্যমে ফিচার আনতে যাচ্ছে। যে টুলবক্সটির নাম হচ্ছে সাইডবার।

গিজমোচায়নার খবরে জানা গেছে, চলতি মাসের শুরুতেই এমআইইউআইতে স্যামসাংয়ের এজ প্যানেলের মতো ফিচার যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এরই মধ্যে ফিচারটির নাম পরিবর্তন করেছে শাওমি।

এমআইইউআইয়ের উইকলি বেটা চ্যানেলে সম্প্রতি স্মার্ট টুলবক্স ফিচার নিয়ে এসেছে শাওমি। স্যামসাংয়ের স্মার্টফোন ও ট্যাবলেটে যে এজ প্যানেল ফিচার দেখা যায় এটি তার অনুরূপ। অন্যান্য অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (ওইএম) প্রতিষ্ঠানও ব্যবহারকারীদের এ সেবা দিয়ে থাকে। কিছু কারণে ফিচারটি চালু করার ক্ষেত্রে শাওমি বেশ সময় নিয়েছে। সে সময় প্রতিষ্ঠানটি ফিচারের নামও নির্দিষ্ট করেনি।

টেলিগ্রামে এমআইইউআই সিস্টেম আপডেট চ্যানেলে প্রাপ্ত তথ্যানুযায়ী, স্মার্ট টুলবক্সের নাম পরিবর্তন করে সাইডবার দেয়া হয়েছে। এমআইইউআই সিকিউরিটি অ্যাপে এক আপডেটের মাধ্যমে নাম পরিবর্তনের বিষয়টি প্রকাশ পেয়েছে। আপডেটে প্রদত্ত চেঞ্জলগে প্রচলিত বাগের সমাধান প্রদানের পাশাপাশি সিস্টেমের সামগ্রিক উন্নয়নের বিষয়ে বলা হয়েছে।

প্রযুক্তিবিদদের আশা, সামনের দিনগুলোতে নতুন সাইডবারে শাওমি অত্যাধুনিক ফিচার যুক্ত করবে। বর্তমানে গেম খেলার সময় বা ভিডিও দেখার সময় ব্যবহারকারীরা সাইডবার ব্যবহার করতে পারেন।