সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
  • / ১৫৬ Time View

নিজস্ব সংবাদদাতা:

বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্র জানায়, ১০ ডিসেম্বর করোনার নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শনিবার মারা যান।

রিয়াজ উদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।

এ ছাড়া তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য ১৯৯৩ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিও শোক প্রকাশ করেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ মারা গেছেন

Update Time : ০৪:৪৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১

নিজস্ব সংবাদদাতা:

বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্র জানায়, ১০ ডিসেম্বর করোনার নমুনা পরীক্ষা করা হলে ফল পজিটিভ আসে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শনিবার মারা যান।

রিয়াজ উদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।

এ ছাড়া তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য ১৯৯৩ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, রিয়াজ উদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিও শোক প্রকাশ করেছে।