সরিষাবাড়ী ইউএনওর কার্যালয়ে আগুন; পুড়ে গেছে সব নথিপত্র

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:৫৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • / ২০৬ Time View

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ সব নথিপত্র।

রোববার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলা পরিষদের তৃতীয় তলায়ে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সর্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে ইউএনও কার্যালয়ে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ে থাকা বেশকিছু নথিপত্র পুড়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, সকালে আনসাররা আগুন লাগার বিষয়টি আমাকে জানান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এতে আগুন নিয়ন্ত্রণ করেন। কী পরিমাণ ক্ষতি হয়েছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, কার্যালয়ে থাকা নথিপত্র আগুনে পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

সরিষাবাড়ী ইউএনওর কার্যালয়ে আগুন; পুড়ে গেছে সব নথিপত্র

Update Time : ০৯:৫৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ সব নথিপত্র।

রোববার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলা পরিষদের তৃতীয় তলায়ে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সর্ভিসকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকালে ইউএনও কার্যালয়ে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ে থাকা বেশকিছু নথিপত্র পুড়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে, আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা বলেন, সকালে আনসাররা আগুন লাগার বিষয়টি আমাকে জানান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এতে আগুন নিয়ন্ত্রণ করেন। কী পরিমাণ ক্ষতি হয়েছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, কার্যালয়ে থাকা নথিপত্র আগুনে পুড়ে গেছে।