সরকারকে ৩ দিনের আলটিমেটাম দিল কোটা আন্দোলনকারীরা

  • Update Time : ০৯:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / 39

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে কোটা প্রথা বাতিল না করলে হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম জানান, আগামীকা‌ল মঙ্গলবার বাংলা ব্লকেড কর্মসূচি থাকবে না। তবে সারাদেশে গণসং‌যোগ করা হবে এবং ক্লাস-প‌রীক্ষা বর্জন চলবে। এরপ‌র বুধবার কঠোর কর্মসূ‌চি দেওয়া হবে। সেদিনও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে।

এদিকে সরকারকে আলটিমেটাম এবং কর্মসূচি ঘোষণা শেষে প্রায় পাঁচ ঘণ্টা পর আন্দোলনকারীরা শাহবাগ ছাড়েন।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনে বিকেল ৪টা থেকে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নেন কোটাবিরোধীরা। এতে রাজধানী স্থবির হয়ে যায়। নগরীতে দেখা দেয় প্রচণ্ড যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

Tag :

Please Share This Post in Your Social Media

সরকারকে ৩ দিনের আলটিমেটাম দিল কোটা আন্দোলনকারীরা

Update Time : ০৯:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে কোটা প্রথা বাতিল না করলে হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম জানান, আগামীকা‌ল মঙ্গলবার বাংলা ব্লকেড কর্মসূচি থাকবে না। তবে সারাদেশে গণসং‌যোগ করা হবে এবং ক্লাস-প‌রীক্ষা বর্জন চলবে। এরপ‌র বুধবার কঠোর কর্মসূ‌চি দেওয়া হবে। সেদিনও ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে।

এদিকে সরকারকে আলটিমেটাম এবং কর্মসূচি ঘোষণা শেষে প্রায় পাঁচ ঘণ্টা পর আন্দোলনকারীরা শাহবাগ ছাড়েন।

‘বাংলা ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিনে বিকেল ৪টা থেকে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নেন কোটাবিরোধীরা। এতে রাজধানী স্থবির হয়ে যায়। নগরীতে দেখা দেয় প্রচণ্ড যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।