সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • / ১২৫ Time View
নিজস্ব প্রতিবেদক:
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
.

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপ হয়ে এরপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি ২৬ মে নাগাদ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।

দেশের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার মধ্যে আন্দামান সাগরে শনিবার ওই লঘুচাপটি সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ইয়াস। ঝড়ের আশঙ্কায় বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজকের মধ্যে তীরে ফিরে আসতে বলা হয়েছে।

এদিকে, মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় পটুয়াখালীর অধিকাংশ ট্রলার মহিপুর-আলীপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতি নেতারা।

Tag :

Please Share This Post in Your Social Media

সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

Update Time : ১২:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক:
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় দেশের সমুদ্র বন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
.

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ, পরে গভীর নিম্নচাপ হয়ে এরপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি ২৬ মে নাগাদ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।

দেশের বিস্তীর্ণ অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার মধ্যে আন্দামান সাগরে শনিবার ওই লঘুচাপটি সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ইয়াস। ঝড়ের আশঙ্কায় বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজকের মধ্যে তীরে ফিরে আসতে বলা হয়েছে।

এদিকে, মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকায় পটুয়াখালীর অধিকাংশ ট্রলার মহিপুর-আলীপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতি নেতারা।