শেয়ারবাজারে বড় দরপতন, হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • / ১৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

এক কার্যদিবস বড় উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারবাজারে ফের বড় দরপতন হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এতে প্রায় আড়াই মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো।

দিনের লেনদেনে শেষে মূল্যসূচকের বড় পতন হলেও শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেনে শুরু হওয়ায় শেয়ারবাজার খুলতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টা সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।

মূলত দুপুর ১টা ৩০ মিনিটের পর পরিস্থিতি বদলে যেতে থাকে। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায় লেনদেনের সময় গাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই প্রবণতা। এতে ফ্লোর প্রাইসের ওপরে উঠে আসা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম আবার ফ্লোর প্রাইস ফিরে গেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৪৯ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৮টির। আর ১৮১টির দাম অপরবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

শেয়ারবাজারে বড় দরপতন, হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন

Update Time : ০৫:০৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

এক কার্যদিবস বড় উত্থানের পর সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারবাজারে ফের বড় দরপতন হয়েছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। এতে প্রায় আড়াই মাসের মধ্যে ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো।

দিনের লেনদেনে শেষে মূল্যসূচকের বড় পতন হলেও শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে লেনদেনে শুরু হওয়ায় শেয়ারবাজার খুলতেই ডিএসইর প্রধান সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টা সূচকের এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে।

মূলত দুপুর ১টা ৩০ মিনিটের পর পরিস্থিতি বদলে যেতে থাকে। দাম বাড়ার তালিকা থেকে একের পর এক প্রতিষ্ঠান দরপতনের তালিকায় নাম লেখায় লেনদেনের সময় গাড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এই প্রবণতা। এতে ফ্লোর প্রাইসের ওপরে উঠে আসা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার দাম আবার ফ্লোর প্রাইস ফিরে গেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে ৪৯ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৮টির। আর ১৮১টির দাম অপরবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ২ হাজার ২১০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।