শীত আরও বাড়ার পূর্বাভাস, থাকছে কুয়াশাও

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / ১১৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

বেশ কিছু দিন ধরে তাপমাত্রা বাড়ায় বেশ গরম অনূভব করছিলো মানুষ। ভেবেছিলো হয়তো বিদায় নিয়েছে শীত। কিন্তু মাঘের মধ্যভাগে এসে আবারও নামতে শুরু করেছে পারদ।

রোববার থেকে যে শীত পড়তে শুরু করেছে তা আরও কিছু দিন থাকবে বলেই জানান দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোম ও মঙ্গলবার সারাদেশেই রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

রোববার থেকে উত্তরের কিছু জেলায় তাপমাত্রা কমতে শুরু করে। পঞ্চগড়, নীলফামারী, পাবনা ও দিনাজপুরে তাপমাত্রা কমেছে। এই প্রবণতা আরও কয়েক জেলায় দেখা যেতে পারে।

এ ছাড়া ভারতের উত্তরাঞ্চলে ঠাণ্ডা আবহাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে দেশের বেশ কয়েকটি জেলায় শীত বাড়তে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত তিন দিনে দেশের কোথাও শৈত্যপ্রবাহ দেখা যায়নি। রোববার পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কক্সবাজারের টেকনাফে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রোববার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে।

রংপুর বিভাগে সর্বোচ্চ তামপাত্রা ছিল ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া অন্য বিভাগের বেশিরভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিলো।

ভারতের উত্তরাংশে বৃষ্টিপাতের কারণে দেশের আকাশেও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর ২ ফেব্রুয়ারি থেকে শীতের প্রকোপ বাড়তে পারে।

রোববার থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যেটি উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চলে কুয়াশা থাকতে পারে।

এছাড়া নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

শীত আরও বাড়ার পূর্বাভাস, থাকছে কুয়াশাও

Update Time : ১২:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

বেশ কিছু দিন ধরে তাপমাত্রা বাড়ায় বেশ গরম অনূভব করছিলো মানুষ। ভেবেছিলো হয়তো বিদায় নিয়েছে শীত। কিন্তু মাঘের মধ্যভাগে এসে আবারও নামতে শুরু করেছে পারদ।

রোববার থেকে যে শীত পড়তে শুরু করেছে তা আরও কিছু দিন থাকবে বলেই জানান দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোম ও মঙ্গলবার সারাদেশেই রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

রোববার থেকে উত্তরের কিছু জেলায় তাপমাত্রা কমতে শুরু করে। পঞ্চগড়, নীলফামারী, পাবনা ও দিনাজপুরে তাপমাত্রা কমেছে। এই প্রবণতা আরও কয়েক জেলায় দেখা যেতে পারে।

এ ছাড়া ভারতের উত্তরাঞ্চলে ঠাণ্ডা আবহাওয়ার কারণে বৃহস্পতিবার থেকে দেশের বেশ কয়েকটি জেলায় শীত বাড়তে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গত তিন দিনে দেশের কোথাও শৈত্যপ্রবাহ দেখা যায়নি। রোববার পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।

জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিলো কক্সবাজারের টেকনাফে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রোববার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে।

রংপুর বিভাগে সর্বোচ্চ তামপাত্রা ছিল ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া অন্য বিভাগের বেশিরভাগ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিলো।

ভারতের উত্তরাংশে বৃষ্টিপাতের কারণে দেশের আকাশেও মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর ২ ফেব্রুয়ারি থেকে শীতের প্রকোপ বাড়তে পারে।

রোববার থেকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। যেটি উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃতি লাভ করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চলে কুয়াশা থাকতে পারে।

এছাড়া নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দেশের অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে।