শীতে চুলে খুশকিসহ মাথার ত্বকে সমস্যা? যা করবেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • / ১৩৫ Time View

সৌন্দর্যের অন্যতম অংশ হলো চুল। নারী-পুরুষভেদে চুল অনেক গুরুত্বপূর্ণ। আর সুন্দর চুলের জন্য স্ক্যাল্প হওয়া চাই পরিষ্কার। শীতকালে যেহেতু ধুলাবালি বেশি, তাই মাথার স্ক্যাল্প অবশ্যই পরিষ্কার রাখতে হবে।

শীতে আর্দ্রতা কমে যাওয়ায় ঠাণ্ডা বাতাস চুলে লাগলে চুলকানির মতো সমস্যা হতে পারে। এ থেকে ‍মুক্তি পেতে মেনে চলতে হবে কয়েকটি টিপস।

মাথার ত্বকের স্বাস্থ্যকর বিষয় আসে, তখন অনেকেই মাথার ত্বকের শুকনো ত্বক ও খুশকির বিষয়টি মিলিয়ে ফেলেন। দুটি আলাদা, যার অবশ্যই চিকিৎসা করা প্রয়োজন। স্ক্যাল্প শুকনো হয়ে গেলে ত্বক জ্বালা করে। মাথার ত্বকে খুব বেশি তেল হলে তা খুশকি তৈরি করে। এই তেল আবার ত্বকের কোষগুলো তৈরি করে।

শীতকালে খুশকির সমস্যা হঠাৎ করে বেড়ে যায়। এতে করে অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। এর ফলে মাথার স্ক্যাল্পও পরিষ্কার থাকে।

শীতকালে আরেকটি সাধারণ সমস্যা হলো চুলকানি। এর জন্য অবশ্যই  সঠিক শ্যাম্পু, কন্ডিশনার এবং হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত। হাইড্রেট রাখতে মাথায় নিয়মিত তেল দেওয়া উচিত। এতে করে মাথার স্ক্যাল্প অনেকাংশে ভালো রাখা যাবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

শীতে চুলে খুশকিসহ মাথার ত্বকে সমস্যা? যা করবেন

Update Time : ০৮:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০

সৌন্দর্যের অন্যতম অংশ হলো চুল। নারী-পুরুষভেদে চুল অনেক গুরুত্বপূর্ণ। আর সুন্দর চুলের জন্য স্ক্যাল্প হওয়া চাই পরিষ্কার। শীতকালে যেহেতু ধুলাবালি বেশি, তাই মাথার স্ক্যাল্প অবশ্যই পরিষ্কার রাখতে হবে।

শীতে আর্দ্রতা কমে যাওয়ায় ঠাণ্ডা বাতাস চুলে লাগলে চুলকানির মতো সমস্যা হতে পারে। এ থেকে ‍মুক্তি পেতে মেনে চলতে হবে কয়েকটি টিপস।

মাথার ত্বকের স্বাস্থ্যকর বিষয় আসে, তখন অনেকেই মাথার ত্বকের শুকনো ত্বক ও খুশকির বিষয়টি মিলিয়ে ফেলেন। দুটি আলাদা, যার অবশ্যই চিকিৎসা করা প্রয়োজন। স্ক্যাল্প শুকনো হয়ে গেলে ত্বক জ্বালা করে। মাথার ত্বকে খুব বেশি তেল হলে তা খুশকি তৈরি করে। এই তেল আবার ত্বকের কোষগুলো তৈরি করে।

শীতকালে খুশকির সমস্যা হঠাৎ করে বেড়ে যায়। এতে করে অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। এর ফলে মাথার স্ক্যাল্পও পরিষ্কার থাকে।

শীতকালে আরেকটি সাধারণ সমস্যা হলো চুলকানি। এর জন্য অবশ্যই  সঠিক শ্যাম্পু, কন্ডিশনার এবং হেয়ার মাস্ক ব্যবহার করা উচিত। হাইড্রেট রাখতে মাথায় নিয়মিত তেল দেওয়া উচিত। এতে করে মাথার স্ক্যাল্প অনেকাংশে ভালো রাখা যাবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।