শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ১৫৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি তেলবাহী ট্যাংকলরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। যা ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার সকাল ১০টার পর এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১০ মিনিটে খবর আসে। কুর্মিটোলা থেকে তিনটি ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে যায়। মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

তবে হেডকোয়ার্টার থেকে আরও একটি ইউনিট রওনা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

শাহজালাল বিমানবন্দরে তেলবাহী গাড়িতে আগুন

Update Time : ১২:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ 

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি তেলবাহী ট্যাংকলরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। যা ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার সকাল ১০টার পর এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাহজালাল বিমানবন্দরে একটি তেলবাহী গাড়িতে আগুন লেগেছে বলে সকাল ১০টা ১০ মিনিটে খবর আসে। কুর্মিটোলা থেকে তিনটি ও উত্তরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিমানবন্দরে যায়। মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

তবে হেডকোয়ার্টার থেকে আরও একটি ইউনিট রওনা হয় বলেও জানান ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।