শপথ নিলো মমতার ৪৩ সদস্যের মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / ১৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর তৃতীয়বারের মতো শপথ নিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ১০ মে সোমবার বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন নতুন সরকারের মন্ত্রীরা। করোনা পরিস্থিতির কারণে এবার রাজভবনে মন্ত্রিসভার অনাড়ম্বর অভিষেক অনুষ্ঠান হয়। মাত্র ছয় মিনিটে সম্পন্ন হয় ৪৩ সদস্যের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একেবারে আড়ম্বরহীন অনুষ্ঠানে শপথ নেন ২৪ জন পূর্ণমন্ত্রীসহ ৪৩ জন। তাদের মধ্যে ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। বাকিরা প্রতিমন্ত্রী।

শপথগ্রহণ অনুষ্ঠানে সবাই সশরীরে উপস্থিত ছিলেন না। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ভার্চুয়ালি শপথ নেন ব্রাত্য বসু এবং রথীন ঘোষ। অসুস্থতার কারণে ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র।

এর আগে গত ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। পরে মমতা জানান, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা।

Tag :

Please Share This Post in Your Social Media

শপথ নিলো মমতার ৪৩ সদস্যের মন্ত্রিসভা

Update Time : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভূমিধস জয়ের পর তৃতীয়বারের মতো শপথ নিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ১০ মে সোমবার বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন নতুন সরকারের মন্ত্রীরা। করোনা পরিস্থিতির কারণে এবার রাজভবনে মন্ত্রিসভার অনাড়ম্বর অভিষেক অনুষ্ঠান হয়। মাত্র ছয় মিনিটে সম্পন্ন হয় ৪৩ সদস্যের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একেবারে আড়ম্বরহীন অনুষ্ঠানে শপথ নেন ২৪ জন পূর্ণমন্ত্রীসহ ৪৩ জন। তাদের মধ্যে ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী। বাকিরা প্রতিমন্ত্রী।

শপথগ্রহণ অনুষ্ঠানে সবাই সশরীরে উপস্থিত ছিলেন না। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ভার্চুয়ালি শপথ নেন ব্রাত্য বসু এবং রথীন ঘোষ। অসুস্থতার কারণে ভার্চুয়ালি শপথ নেন অমিত মিত্র।

এর আগে গত ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। পরে মমতা জানান, তার প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা।