শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন না হলে ব্যাহত হতে পারে ঢাবি খোলার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / ১৩৬ Time View

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ,ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদেরকে অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বলা হয়েছে, শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম সমাপ্ত না হলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যাহত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়,জনসংযোগ দফতরের পরিচালক,মাহমুদ আলম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য(শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল জানান, সভায় হল খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।যেসব শিক্ষার্থী এখনো করোনার টিকা পাননি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের টিকা নেওয়ার আহ্বান জানানো হবে। ই-মেইল, এসএমএস ও বিভাগের মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে। প্রথমে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আবাসিক হলে আনা হবে। তাঁদের পরীক্ষা কার্যক্রমগুলো দ্রুত শেষ করা হবে। এরপর আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে নিয়ে আসা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন না হলে ব্যাহত হতে পারে ঢাবি খোলার পরিকল্পনা

Update Time : ১০:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ,ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাদেরকে অতিদ্রুত জাতীয় পরিচয়পত্র গ্রহণ করে কোভিড-১৯ ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বলা হয়েছে, শতভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম সমাপ্ত না হলে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ব্যাহত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়,জনসংযোগ দফতরের পরিচালক,মাহমুদ আলম এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য(শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল জানান, সভায় হল খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।যেসব শিক্ষার্থী এখনো করোনার টিকা পাননি, ১৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের টিকা নেওয়ার আহ্বান জানানো হবে। ই-মেইল, এসএমএস ও বিভাগের মাধ্যমে বিষয়টি অবহিত করা হবে। প্রথমে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের আবাসিক হলে আনা হবে। তাঁদের পরীক্ষা কার্যক্রমগুলো দ্রুত শেষ করা হবে। এরপর আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে নিয়ে আসা হবে।