রোহিঙ্গা ক্যাম্পের অপরাধের মূলহোতাসহ ৫ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • / 24

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪ থেকে বহুল আলোচিত মাস্টার মহিবুল্লাহ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী, সেভেন মার্ডার ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তা হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী ২১টি মামলার আসামী মোহাম্মদ শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী আলি আকিজ (৫০) সহ ৫ জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

১০ জুন( সোমবার) , সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা উখিয়ার ক্যাম্প-৪ এ অভিযান চালায়।

সেখানে একটি পরিত্যক্ত ঘরে অভিযুক্ত সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিল।

অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরী এলজি রাইফেল, ১টি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক দ্রব্য, ৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যান্য সন্ত্রাসী’রা হলেন মোহাম্মদ ফয়সাল  প্রকাশ মাস্টার ফয়সাল (২৮), হাফেজ ফয়জুর রহমান (২৪), মোহাম্মদ সালাম প্রকাশ  মাস্টার  (২০) এবং মোহাম্মদ জুবায়ের (২৪)।
র‌্যাব কর্মকর্তা আরো জানান, মোহাম্মদ শহিদুল ইসলাম ও মৌলভী আলি আকিজের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়ার থানায় ১৩টি হত্যা, ০১টি অস্ত্র, ০২টি অপহরণ, ০২টি এসল্ট, ০১টি ডাকাতি এবং বিস্ফোরক আইনে ০১টি মামলাসহ বিভিন্ন অপরাধে সর্বমোট ২১টি মামলা রয়েছে।

তিনি আরও জানায়, এই গ্রেপ্তার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের কার্যকলাপে বড় ধাক্কা। আমরা ক্যাম্পে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। জনগণের সহযোগিতা আমাদের এ লড়াইয়ে আরো শক্তিশীল করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে গত কয়েক মাসে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী এই সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আশা করা যাচ্ছে, এই গ্রেপ্তারের ফলে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যকলাপ কমে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রোহিঙ্গা ক্যাম্পের অপরাধের মূলহোতাসহ ৫ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

Update Time : ০২:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৪ থেকে বহুল আলোচিত মাস্টার মহিবুল্লাহ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী, সেভেন মার্ডার ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তা হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী ২১টি মামলার আসামী মোহাম্মদ শহিদুল ইসলাম প্রকাশ মৌলভী আলি আকিজ (৫০) সহ ৫ জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

১০ জুন( সোমবার) , সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা উখিয়ার ক্যাম্প-৪ এ অভিযান চালায়।

সেখানে একটি পরিত্যক্ত ঘরে অভিযুক্ত সন্ত্রাসীরা গোপন বৈঠক করছিল।

অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরী এলজি রাইফেল, ১টি ওয়ানশুটার গান, ১০ রাউন্ড কার্তুজ, ২ কেজি বিস্ফোরক দ্রব্য, ৩টি বাটন মোবাইল ফোন এবং নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্যান্য সন্ত্রাসী’রা হলেন মোহাম্মদ ফয়সাল  প্রকাশ মাস্টার ফয়সাল (২৮), হাফেজ ফয়জুর রহমান (২৪), মোহাম্মদ সালাম প্রকাশ  মাস্টার  (২০) এবং মোহাম্মদ জুবায়ের (২৪)।
র‌্যাব কর্মকর্তা আরো জানান, মোহাম্মদ শহিদুল ইসলাম ও মৌলভী আলি আকিজের বিরুদ্ধে কক্সবাজারের উখিয়ার থানায় ১৩টি হত্যা, ০১টি অস্ত্র, ০২টি অপহরণ, ০২টি এসল্ট, ০১টি ডাকাতি এবং বিস্ফোরক আইনে ০১টি মামলাসহ বিভিন্ন অপরাধে সর্বমোট ২১টি মামলা রয়েছে।

তিনি আরও জানায়, এই গ্রেপ্তার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের কার্যকলাপে বড় ধাক্কা। আমরা ক্যাম্পে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। জনগণের সহযোগিতা আমাদের এ লড়াইয়ে আরো শক্তিশীল করবে।

প্রসঙ্গত উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে গত কয়েক মাসে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী এই সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আশা করা যাচ্ছে, এই গ্রেপ্তারের ফলে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যকলাপ কমে যাবে।