রেল ক্রোসিংয়ে ট্রেন -ট্রাকে মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • / ১৯২ Time View

মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে ট্রেন ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনের দক্ষিণে কাজিরহাট অরক্ষিত লেভেল ক্রসিং এ।

এ ঘটনায় সাকিল (২২) নামে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। আহত হয় ২ জন। এরা হলো ট্রাক চালক হাসান মাহমুদ(৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান(৪০)। আহতদের ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার ফলে চিলাহাটি ও নীলফামারী হয়ে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চিলাহাটি রেলষ্টেশনে আটকা পড়েছে খুলনাগামী “আন্তঃনগর রূপসা এক্সপ্রেস”।

May be an image of 2 people, people sitting, people standing, outdoors and tree

প্রত্যক্ষদর্শী হামিদুল ও গাফফার জানান, ইট ব্যবসায়ী আনিছুর বগুড়া, নওগাঁ থেকে ট্রাকে করে ইট নিয়ে এসে এদিকে বিক্রি করে। আজকেও ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) নওগাঁ থেকে নিয়ে এসে কাজিরহাট লেবেল ক্রসিং পার হচ্ছিল।

এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা “খুলনা মেইল” ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল। ওই লেবেল ক্রসিংয়ে ট্রাকটি উঠার সময় ট্রাকের স্টার্ট বন্ধ হয়ে যায়। এদিকে ট্রেনও চলে আসে। যারফলে এ দুর্ঘটনা।

রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোন গেটম্যান নেই। সেখানে রেলওয়ে বিভাগের সাইডবোর্ড রয়েছে গেটম্যান নেই-দেখে শুনে চলাচল করুন। ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের হেলপার সাকিল ও আহত হয় ট্রাক চালক ও ইটব্যবসায়ী । ট্রাকচালক ও হেলপারের বাড়ি নওগাঁয়। আর ইটব্যবসায়ীর বাড়ি কাজিরহাটের বোদাপাড়ায়।

চিলাহাটি রেলষ্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে যায় খুলনাগামী “খুলনা মেইল” ট্রেনটি। এরপর ৭ মিনিট পর খবর পাই চিলাহাটি থেকে ৫ কিলোমিটার অদুরে কাজিরহাট লেবেল ক্রসিং এ একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। তিনি জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলেই উদ্ধার কাজ শুরু হবে।

সকাল সারে ১১ টা পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন না পৌছায় উদ্ধার কাজ শুরু হয়নি।ফলে এই রুটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এদিকে ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের ভিতর থেকে হেলপারের মৃত লাশটি উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

রেল ক্রোসিংয়ে ট্রেন -ট্রাকে মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

Update Time : ০১:২৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে ট্রেন ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনের দক্ষিণে কাজিরহাট অরক্ষিত লেভেল ক্রসিং এ।

এ ঘটনায় সাকিল (২২) নামে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। আহত হয় ২ জন। এরা হলো ট্রাক চালক হাসান মাহমুদ(৩৫) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান(৪০)। আহতদের ডোমার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার ফলে চিলাহাটি ও নীলফামারী হয়ে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। চিলাহাটি রেলষ্টেশনে আটকা পড়েছে খুলনাগামী “আন্তঃনগর রূপসা এক্সপ্রেস”।

May be an image of 2 people, people sitting, people standing, outdoors and tree

প্রত্যক্ষদর্শী হামিদুল ও গাফফার জানান, ইট ব্যবসায়ী আনিছুর বগুড়া, নওগাঁ থেকে ট্রাকে করে ইট নিয়ে এসে এদিকে বিক্রি করে। আজকেও ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) নওগাঁ থেকে নিয়ে এসে কাজিরহাট লেবেল ক্রসিং পার হচ্ছিল।

এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা “খুলনা মেইল” ট্রেনটি খুলনা অভিমুখে যাচ্ছিল। ওই লেবেল ক্রসিংয়ে ট্রাকটি উঠার সময় ট্রাকের স্টার্ট বন্ধ হয়ে যায়। এদিকে ট্রেনও চলে আসে। যারফলে এ দুর্ঘটনা।

রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোন গেটম্যান নেই। সেখানে রেলওয়ে বিভাগের সাইডবোর্ড রয়েছে গেটম্যান নেই-দেখে শুনে চলাচল করুন। ঘটনাস্থলে নিহত হয় ট্রাকের হেলপার সাকিল ও আহত হয় ট্রাক চালক ও ইটব্যবসায়ী । ট্রাকচালক ও হেলপারের বাড়ি নওগাঁয়। আর ইটব্যবসায়ীর বাড়ি কাজিরহাটের বোদাপাড়ায়।

চিলাহাটি রেলষ্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম জানান, সকাল ৬টা ৫০ মিনিটে চিলাহাটি থেকে ছেড়ে যায় খুলনাগামী “খুলনা মেইল” ট্রেনটি। এরপর ৭ মিনিট পর খবর পাই চিলাহাটি থেকে ৫ কিলোমিটার অদুরে কাজিরহাট লেবেল ক্রসিং এ একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। তিনি জানান, পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলেই উদ্ধার কাজ শুরু হবে।

সকাল সারে ১১ টা পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন না পৌছায় উদ্ধার কাজ শুরু হয়নি।ফলে এই রুটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এদিকে ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ট্রাকের ভিতর থেকে হেলপারের মৃত লাশটি উদ্ধার করে।