রাণীশংকৈল উপজেলা আ.লীগের আনন্দ শোভাযাত্রা ও অলোচনা

  • Update Time : ০৮:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • / 158

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় তিন কোটি মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকালে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে এদিন বিকালে উপজেলা আ.লীগ কার্যালয় থেকে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়ে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।

পরে দলীয় আ.লীগ কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক,ভাইস চেয়ারম্যান ও আ.লীগ সদস্য সোহেল রানা প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মি, সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, শুধুমাত্র বর্তমান প্রধানমন্ত্রীর দ্বারাই এরকম বড় ধরনের অর্জন সম্ভব, যেটি বাংলাদেশে স্বাধীনতার পর দ্বিতীয় অর্জন ও কালের সাক্ষী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আ.লীগ নেতা আবু জাহিদ হোসেন।

Tag :

Please Share This Post in Your Social Media

রাণীশংকৈল উপজেলা আ.লীগের আনন্দ শোভাযাত্রা ও অলোচনা

Update Time : ০৮:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় তিন কোটি মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুন) বিকালে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে এদিন বিকালে উপজেলা আ.লীগ কার্যালয় থেকে আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়ে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।

পরে দলীয় আ.লীগ কার্যালয়ে উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর মেয়র ও আ.লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহযোগি অধ্যাপক প্রশান্ত বসাক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক,ভাইস চেয়ারম্যান ও আ.লীগ সদস্য সোহেল রানা প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মি, সামাজিক-সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, শুধুমাত্র বর্তমান প্রধানমন্ত্রীর দ্বারাই এরকম বড় ধরনের অর্জন সম্ভব, যেটি বাংলাদেশে স্বাধীনতার পর দ্বিতীয় অর্জন ও কালের সাক্ষী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আ.লীগ নেতা আবু জাহিদ হোসেন।