রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
  • / ২৫৬ Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় উপসর্গে মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের বলে জানা গেছে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৯ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন।

রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৯ নমুনা পরীক্ষায় চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২২৫ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

Please Share This Post in Your Social Media

রাজশাহী মেডিকেলে আরও ৪ জনের মৃত্যু

Update Time : ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় উপসর্গে মৃত ব্যক্তিদের মধ্যে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের বলে জানা গেছে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। রামেকের করোনা ইউনিটে করোনা পজিটিভ হয়ে ৯ জন ও করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন।

রামেক পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৬৯ নমুনা পরীক্ষায় চারজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২২৫ জনের নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।