রাজধানীর কাওরানবাজারে মালবাহী ট্রেন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • / ১৩৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাওরানবাজার এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে, এতে করে কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ের পাশেই ট্রেনটির লাইনচ্যুত হওয়ায় মগবাজার থেকে মহাখালীগামী সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

এ দিকে ট্রেন লাইন ঠিক হতে কেমন সময় লাগবে তা নিশ্চিতভাবে বলতে পারছেন না ঘটনাস্থলে থাকা রেলের কর্মীরা।

রমনা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে মগবাজার থেকে এফডিসি মোড় হয়ে সাত রাস্তা বা কাওরান বাজারের দিকে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ডাইভারশন দিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়ি চলতে দিচ্ছি। রেলওয়ে থেকে জানিয়েছে- আরও দুই ঘণ্টার মতো সময় লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

রাজধানীর কাওরানবাজারে মালবাহী ট্রেন লাইনচ্যুত

Update Time : ০২:১০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কাওরানবাজার এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে, এতে করে কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেল ক্রসিংয়ের পাশেই ট্রেনটির লাইনচ্যুত হওয়ায় মগবাজার থেকে মহাখালীগামী সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

এ দিকে ট্রেন লাইন ঠিক হতে কেমন সময় লাগবে তা নিশ্চিতভাবে বলতে পারছেন না ঘটনাস্থলে থাকা রেলের কর্মীরা।

রমনা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে মগবাজার থেকে এফডিসি মোড় হয়ে সাত রাস্তা বা কাওরান বাজারের দিকে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ডাইভারশন দিয়ে ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়ি চলতে দিচ্ছি। রেলওয়ে থেকে জানিয়েছে- আরও দুই ঘণ্টার মতো সময় লাগতে পারে।