রাজধানীতে ২৮ কেজি গাঁজাসহ ছয় মাদক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / ১৬৮ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শ্যামপুর ও মানিকগঞ্জের সিংগাইর থেকে ছয়জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০।

এ সময়ে তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, সাতটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বাচ্চু মিয়া, সোহেল ভুইয়া, রাজন মিয়া, শাকিল খান, জাহাঙ্গীর আলম ও পিয়াল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাব-১০ এর একটি দল ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আট লাখ ৪০ হাজার টাকা দামের ২৮ কেজি গাঁজাসহ বাচ্চু মিয়া ও সোহেল ভুইয়া নামে দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত র‌্যাব-১০ এর ওই দলটি মানিকগঞ্জের সিংগাইর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে পাঁচ লাখ এক হাজার টাকা দামের ১০০২ পিস ইয়াবাসহ রাজন মিয়া, শাকিল খান, জাহাঙ্গীর আলম ও পিয়াল হাসান নামে চারজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটকরা পেশাদার মাদক চোরাকারবারি । তারা বেশ কিছুদিন ধরে শ্যামপুর ও সিংগাইরসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্যামপুর ও সিংগাইর থানায় আলাদা দুটি মাদক মামলা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

রাজধানীতে ২৮ কেজি গাঁজাসহ ছয় মাদক চোরাকারবারি আটক

Update Time : ১২:৪৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর শ্যামপুর ও মানিকগঞ্জের সিংগাইর থেকে ছয়জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০।

এ সময়ে তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, সাতটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বাচ্চু মিয়া, সোহেল ভুইয়া, রাজন মিয়া, শাকিল খান, জাহাঙ্গীর আলম ও পিয়াল হাসান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে নয়টার দিকে র‌্যাব-১০ এর একটি দল ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আট লাখ ৪০ হাজার টাকা দামের ২৮ কেজি গাঁজাসহ বাচ্চু মিয়া ও সোহেল ভুইয়া নামে দুজন মাদক কারবারিকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুইটি মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত র‌্যাব-১০ এর ওই দলটি মানিকগঞ্জের সিংগাইর এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে পাঁচ লাখ এক হাজার টাকা দামের ১০০২ পিস ইয়াবাসহ রাজন মিয়া, শাকিল খান, জাহাঙ্গীর আলম ও পিয়াল হাসান নামে চারজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটকরা পেশাদার মাদক চোরাকারবারি । তারা বেশ কিছুদিন ধরে শ্যামপুর ও সিংগাইরসহ দেশের বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্যামপুর ও সিংগাইর থানায় আলাদা দুটি মাদক মামলা করা হয়েছে।