রাঙ্গামাটিতে বাজারে ভয়াবহ আগুন, ৪ কোটি টাকা ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • / ১৬৪ Time View

ভয়াবহ অগ্নিকাণ্ডে রাঙ্গামাটি-ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজার পুড়ে গেছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিজিবি সদস্য ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৩-৪ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রোববার (৩০ মে) দিবাগত রাতে এ আগুনে বাজারের ২২টি দোকান পুড়ে যায়।

এলাকাবাসী জানায়, রোববার রাতে আগুন লেগে বাজারের ২২টি দোকান পুড়ে গেছে। সেখানে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের পাশাপাশি বিজিবি সদস্যরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ছোট হরিণা বাজার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনির জানান, বাজারে ওঠার সিঁড়ির দু’পাশের ২২টি দোকান পুড়ে গেছে। এতে তিন-চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মামুন জানান, ছোট হরিণা বাজারে আগুনে ২০-২৫টি দোকান পুড়ে যাওয়ার খবর পেয়েছি। বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি সহায়তার দেয়ার নিদের্শনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

রাঙ্গামাটিতে বাজারে ভয়াবহ আগুন, ৪ কোটি টাকা ক্ষতির শঙ্কা

Update Time : ০২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১

ভয়াবহ অগ্নিকাণ্ডে রাঙ্গামাটি-ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজার পুড়ে গেছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিজিবি সদস্য ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ৩-৪ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রোববার (৩০ মে) দিবাগত রাতে এ আগুনে বাজারের ২২টি দোকান পুড়ে যায়।

এলাকাবাসী জানায়, রোববার রাতে আগুন লেগে বাজারের ২২টি দোকান পুড়ে গেছে। সেখানে গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের পাশাপাশি বিজিবি সদস্যরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ছোট হরিণা বাজার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনির জানান, বাজারে ওঠার সিঁড়ির দু’পাশের ২২টি দোকান পুড়ে গেছে। এতে তিন-চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মামুন জানান, ছোট হরিণা বাজারে আগুনে ২০-২৫টি দোকান পুড়ে যাওয়ার খবর পেয়েছি। বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি সহায়তার দেয়ার নিদের্শনা দেয়া হয়েছে।