রাঙ্গামাটিতে নাগরিক পরিষদের ৩২ ঘণ্টা হরতালের ডাক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / ২০০ Time View

রাঙ্গামাটি প্রতিনিধি:

ভূমি নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে রাঙ্গামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাঙ্গামাটির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

তিনি বলেন, আগামী বুধবার রাঙ্গামাটি ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে ‘ভূমি নিষ্পত্তি’ বিষয়ক বৈঠকের আহ্বান করা হয়। এ বৈঠক পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমি অধিকার নিয়ে ষড়যন্ত্রের একটি অংশ। তাই আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা হতে পরের দিন দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টা হরতাল আহ্বান করছি।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহা-সচিব আলমগীর কবির বলেন, আমরা দফায় দফায় ভূমি কমিশনের সঙ্গে বৈঠক করেছি। তাদের আইন সংশোধনের আহ্বান করেছি। তারা কোনো কিছু না মেনে নিজেদের খেয়াল খুশি মত কাজ করছে। তাই আমরা এ কমিশনের বাতিল চাই।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, রাঙামাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ রাঙামাটির সাধারণ সম্পাদক আসমা মল্লিক ও সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

রাঙ্গামাটিতে নাগরিক পরিষদের ৩২ ঘণ্টা হরতালের ডাক

Update Time : ০৩:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২

রাঙ্গামাটি প্রতিনিধি:

ভূমি নিষ্পত্তি কমিশনের বৈঠককে কেন্দ্র করে রাঙ্গামাটিতে ৩২ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (৫ সেপ্টেম্বর) রাঙ্গামাটির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

তিনি বলেন, আগামী বুধবার রাঙ্গামাটি ভূমি কমিশনের অস্থায়ী কার্যালয়ে ‘ভূমি নিষ্পত্তি’ বিষয়ক বৈঠকের আহ্বান করা হয়। এ বৈঠক পার্বত্য চট্টগ্রামের মানুষের ভূমি অধিকার নিয়ে ষড়যন্ত্রের একটি অংশ। তাই আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা হতে পরের দিন দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টা হরতাল আহ্বান করছি।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহা-সচিব আলমগীর কবির বলেন, আমরা দফায় দফায় ভূমি কমিশনের সঙ্গে বৈঠক করেছি। তাদের আইন সংশোধনের আহ্বান করেছি। তারা কোনো কিছু না মেনে নিজেদের খেয়াল খুশি মত কাজ করছে। তাই আমরা এ কমিশনের বাতিল চাই।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, রাঙামাটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ রাঙামাটির সাধারণ সম্পাদক আসমা মল্লিক ও সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।