যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলা, নিহত ৩

  • Update Time : ০১:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪
  • / 28

যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ বেসামরিক নিহত এবং দুই পুলিশ কর্মকর্তাসহ আরও ১০ জন আহত হয়েছেন।

ফোরডিস শহরের ম্যাড বুচার গ্রোসারিতে এই ঘটনা ঘটেছে। ৩ হাজার ২০০ মানুষের এই শহরটি লিটল রক থেকে প্রায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) দক্ষিণে অবিস্থত।

আরকানসাস স্টেট পুলিশ জানিয়েছে, শুক্রবার এক বন্দুকধারীর এই হামলা চালিয়েছে। খবর রয়টার্স।

আরকানসাস স্টেট পুলিশের ডিরেক্টর মাইক হাগার সাংবাদিকদের বলেছেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ওই বন্দুকধারীও আহত হয়েছেন।

হাগার বলেন, ‘দুর্ভাগ্যবশত ১১ জন বেসামরিককে গুলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সন্দেহভাজন ওই ব্যক্তিকেও গুলি করে পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’

আহত পুলিশ কর্মকর্তা, বেসামরিক ও সন্দেহভাজন ওই ব্যক্তির জীবনের ঝুঁকি নেই বলে আশা করা হচ্ছে। তবে বেসামরিকদের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলা, নিহত ৩

Update Time : ০১:৫৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি সুপারমার্কেটে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৩ বেসামরিক নিহত এবং দুই পুলিশ কর্মকর্তাসহ আরও ১০ জন আহত হয়েছেন।

ফোরডিস শহরের ম্যাড বুচার গ্রোসারিতে এই ঘটনা ঘটেছে। ৩ হাজার ২০০ মানুষের এই শহরটি লিটল রক থেকে প্রায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) দক্ষিণে অবিস্থত।

আরকানসাস স্টেট পুলিশ জানিয়েছে, শুক্রবার এক বন্দুকধারীর এই হামলা চালিয়েছে। খবর রয়টার্স।

আরকানসাস স্টেট পুলিশের ডিরেক্টর মাইক হাগার সাংবাদিকদের বলেছেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন ওই বন্দুকধারীও আহত হয়েছেন।

হাগার বলেন, ‘দুর্ভাগ্যবশত ১১ জন বেসামরিককে গুলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নিহত হয়েছেন। পাল্টাপাল্টি গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন। সন্দেহভাজন ওই ব্যক্তিকেও গুলি করে পুলিশ। তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।’

আহত পুলিশ কর্মকর্তা, বেসামরিক ও সন্দেহভাজন ওই ব্যক্তির জীবনের ঝুঁকি নেই বলে আশা করা হচ্ছে। তবে বেসামরিকদের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন তিনি।