যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে উদার হওয়ার ঘোষণা বাইডেনের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১৩৫ Time View
আন্তর্জাতিক ডেস্ক:
নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করে বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি জো বাইডেনের।
.

মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরও উদার হওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ আবার শুরু হবে। বৃহস্পতিবার নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করে বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি। পররাষ্ট্র নীতি নিয়ে দেয়া প্রথম ভাষণে বৈরিতা ভুলে চীনের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান বাইডেন।

আবারও ফিরে আসবে আমেরিকা। ফিরবে আমেরিকার পররাষ্ট্রনীতি। বৃহস্পতিবার নতুন সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম ভাষণে এ কথা বলেন জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি নিয়ে উদাসীনতা এবং অপব্যবহারের ইতি টেনে  বিশ্বের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দেন বাইডেন।

নতুন এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘শরণার্থী বিষয়ক কর্মসূচি আবারও শুরু করতে আমি নির্বাহী আদেশ দিয়েছি। যদিও এটা সময় সাপেক্ষ। প্রথম অর্থবছরে আশা করছি আমরা সোয়া লাখ শরণার্থীকে আশ্রয় দিতে পারব।’

ভাষণে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সৌদি জোটকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও দেন বাইডেন। বলেন, ‘এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। প্রতিশ্রুতি দিচ্ছি, অস্ত্র বিক্রিসহ ইয়েমেনে হামলার সবধরণের সমর্থন থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সৌদি আরবের সার্বোভৌম্ব ও এর অখণ্ডতা রক্ষার্থেও আমাদের সমর্থন থাকবে।’

ট্রাম্প প্রশাসনের আমলে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া চীনের সঙ্গে বৈরিতা ভুলে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান বাইডেন। এছাড়া রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান নতুন এ মার্কিন প্রেসিডেন্ট।

Tag :

Please Share This Post in Your Social Media

যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে উদার হওয়ার ঘোষণা বাইডেনের

Update Time : ০৩:৪২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:
নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করে বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি জো বাইডেনের।
.

মার্কিন যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশে আরও উদার হওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, ট্রাম্পের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম’ আবার শুরু হবে। বৃহস্পতিবার নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করে বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি। পররাষ্ট্র নীতি নিয়ে দেয়া প্রথম ভাষণে বৈরিতা ভুলে চীনের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান বাইডেন।

আবারও ফিরে আসবে আমেরিকা। ফিরবে আমেরিকার পররাষ্ট্রনীতি। বৃহস্পতিবার নতুন সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম ভাষণে এ কথা বলেন জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি নিয়ে উদাসীনতা এবং অপব্যবহারের ইতি টেনে  বিশ্বের সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দেন বাইডেন।

নতুন এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘শরণার্থী বিষয়ক কর্মসূচি আবারও শুরু করতে আমি নির্বাহী আদেশ দিয়েছি। যদিও এটা সময় সাপেক্ষ। প্রথম অর্থবছরে আশা করছি আমরা সোয়া লাখ শরণার্থীকে আশ্রয় দিতে পারব।’

ভাষণে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সৌদি জোটকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণাও দেন বাইডেন। বলেন, ‘এই যুদ্ধের অবসান ঘটাতে হবে। প্রতিশ্রুতি দিচ্ছি, অস্ত্র বিক্রিসহ ইয়েমেনে হামলার সবধরণের সমর্থন থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সৌদি আরবের সার্বোভৌম্ব ও এর অখণ্ডতা রক্ষার্থেও আমাদের সমর্থন থাকবে।’

ট্রাম্প প্রশাসনের আমলে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়া চীনের সঙ্গে বৈরিতা ভুলে নতুন সম্পর্ক স্থাপনের কথা জানান বাইডেন। এছাড়া রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সাই নাভালনির অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান নতুন এ মার্কিন প্রেসিডেন্ট।