যবিপ্রবি’র সমাবর্তনে রেজিষ্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ১৫৫ Time View

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি কমানোর দাবি জানিয়ে আসছে যবিপ্রবি শিক্ষার্থীরা।জানা গেছে, অতিরিক্ত রেজিষ্ট্রেশন ফি’র অভিযোগে আশানুরূপ রেজিষ্ট্রেশন করেনি সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে সময়সীমা ২০ জানুয়ারি পর্যন্ত থাকলেও তা বৃদ্ধি করা হয়েছে ২৬ জানুয়ারি পর্যন্ত।

শনিবার (২১ জানুয়ারি) যবিপ্রবি’র রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৯তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ অমিত চাকমা। এর আগে তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য ছিলেন।

এ সমাবর্তনে স্নাতকের ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে শুরু করে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা ও সমাবর্তনে অংশ নিবেন।

স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি প্রোগ্রামের প্রতিটির জন্য ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি ৩০০০/- (তিন হাজার) টাকা। তবে একাধিক প্রোগ্রামের জন্য তিন হাজার টাকার সাথে অতিরিক্ত ১৫০০/- (এক হাজার পাঁচ শত) টাকা পরিশোধ করতে হবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২ (দুই) জন অতিথি সঙ্গে আনতে পারবেন। প্রতি জনের জন্য ধার্যকৃত রেজিস্ট্রেশন ফিস ৫০০/- (পাঁচশত) টাকা। একজন শিক্ষার্থীকে সর্বমোট ফিসের সাথে অতিরিক্ত প্রসেসিং ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি যবিপ্রবি’র ৩য় সমাবর্তন এবং ২০১৫ সালের ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘২য় সমাবর্তন’ অনুষ্ঠিত হয়। ওই সমাবর্তনে সভাপতিত্ব করেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে ২০১৩ সালের ১০মে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Tag :

Please Share This Post in Your Social Media

যবিপ্রবি’র সমাবর্তনে রেজিষ্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

Update Time : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে সমাবর্তনের রেজিষ্ট্রেশন ফি কমানোর দাবি জানিয়ে আসছে যবিপ্রবি শিক্ষার্থীরা।জানা গেছে, অতিরিক্ত রেজিষ্ট্রেশন ফি’র অভিযোগে আশানুরূপ রেজিষ্ট্রেশন করেনি সমাবর্তন প্রত্যাশী শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে সময়সীমা ২০ জানুয়ারি পর্যন্ত থাকলেও তা বৃদ্ধি করা হয়েছে ২৬ জানুয়ারি পর্যন্ত।

শনিবার (২১ জানুয়ারি) যবিপ্রবি’র রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৯তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ অমিত চাকমা। এর আগে তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর প্রেসিডেন্ট ও উপাচার্য ছিলেন।

এ সমাবর্তনে স্নাতকের ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে শুরু করে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরা ও সমাবর্তনে অংশ নিবেন।

স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি প্রোগ্রামের প্রতিটির জন্য ধার্যকৃত রেজিস্ট্রেশন ফি ৩০০০/- (তিন হাজার) টাকা। তবে একাধিক প্রোগ্রামের জন্য তিন হাজার টাকার সাথে অতিরিক্ত ১৫০০/- (এক হাজার পাঁচ শত) টাকা পরিশোধ করতে হবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২ (দুই) জন অতিথি সঙ্গে আনতে পারবেন। প্রতি জনের জন্য ধার্যকৃত রেজিস্ট্রেশন ফিস ৫০০/- (পাঁচশত) টাকা। একজন শিক্ষার্থীকে সর্বমোট ফিসের সাথে অতিরিক্ত প্রসেসিং ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ই ফেব্রুয়ারি যবিপ্রবি’র ৩য় সমাবর্তন এবং ২০১৫ সালের ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ‘২য় সমাবর্তন’ অনুষ্ঠিত হয়। ওই সমাবর্তনে সভাপতিত্ব করেন মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে ২০১৩ সালের ১০মে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।