যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ১৩৮ Time View

মোস্তফা গালিব(যবিপ্রবি প্রতিনিধি):

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিয়া সাহা দোলা এর মৃত্যুতে ০১(এক) মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ করেন।

২১ জানুয়ারি শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ক্রীড়া সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী ২১-২৫ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে “খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত জীবন গড়ি” স্লোগানে আয়োজিত আজকের এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিভাগের পরিচালক অধ্যাপক ড মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক প্রাপ্ত গবেষক ড. মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীতে যতই শক্তিশালী ঔষধ আবিষ্কার হোক না কেন, মানবসভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শরীরকে সুস্থ রাখার সবচেয়ে কার্যকরী মেডিসিন হলো শরীরচর্চা।বিশ্ববিদ্যালয়গুলো একজন শিক্ষার্থীকে যন্ত্র বানানোর জন্য প্রতিষ্ঠিত করেনি সরকার, বিভিন্ন ধরনের ঐচ্ছিক কার্যক্রমের মাধ্যমে দেশের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি, দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সুস্থ-সবল দেহ-মনের গতিশীল শিক্ষার্থী হিসেবে গড়ে তোলতেই সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া সপ্তাহের আয়োজন করেছে যবিপ্রবি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন

Update Time : ০৭:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

মোস্তফা গালিব(যবিপ্রবি প্রতিনিধি):

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিয়া সাহা দোলা এর মৃত্যুতে ০১(এক) মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ করেন।

২১ জানুয়ারি শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ক্রীড়া সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী ২১-২৫ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে “খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত জীবন গড়ি” স্লোগানে আয়োজিত আজকের এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিভাগের পরিচালক অধ্যাপক ড মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক প্রাপ্ত গবেষক ড. মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীতে যতই শক্তিশালী ঔষধ আবিষ্কার হোক না কেন, মানবসভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শরীরকে সুস্থ রাখার সবচেয়ে কার্যকরী মেডিসিন হলো শরীরচর্চা।বিশ্ববিদ্যালয়গুলো একজন শিক্ষার্থীকে যন্ত্র বানানোর জন্য প্রতিষ্ঠিত করেনি সরকার, বিভিন্ন ধরনের ঐচ্ছিক কার্যক্রমের মাধ্যমে দেশের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি, দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি সুস্থ-সবল দেহ-মনের গতিশীল শিক্ষার্থী হিসেবে গড়ে তোলতেই সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া সপ্তাহের আয়োজন করেছে যবিপ্রবি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা।