ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • / ২০৫ Time View
নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের ইজিবাইক চালক সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৮) ও তার ছোট ছেলে সানি (৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুপ্তি ও তিন বছর বয়সী ছেলে সানিকে নিয়ে মেয়ের স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইয়াসমিন আক্তার। বেলা ২টার দিকে পরিবারের লোকজন খবর পায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কেবি স্কুলের বিপরীতে রেললাইনে তাদের লাশ পড়ে আছে। বেলা দেড়টার দিকে ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইয়াসমিন আক্তার ও ছেলে সানির মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন নিহতের মেয়ে সুপ্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহতের দেবর এনামুল হক বলেন, দুই সন্তানকে নিয়ে তার ভাবি স্কুলের উদ্দেশে বের হয়। দুর্ঘটনাস্থলের কিছুদূরে কেওয়াটখালী এলাকায় তার ভাবির মামার বাড়ি আছে। সেখানে এসেছিল কিনা বা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কি করতে গিয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারেন নি তিনি।

মময়মনসিংহ রেলওয়ে পুলিশের এসআই হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মা-ছেলে নিহত

Update Time : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা দেড়টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের ইজিবাইক চালক সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার (২৮) ও তার ছোট ছেলে সানি (৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়ে সুপ্তি ও তিন বছর বয়সী ছেলে সানিকে নিয়ে মেয়ের স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হন ইয়াসমিন আক্তার। বেলা ২টার দিকে পরিবারের লোকজন খবর পায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কেবি স্কুলের বিপরীতে রেললাইনে তাদের লাশ পড়ে আছে। বেলা দেড়টার দিকে ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ইয়াসমিন আক্তার ও ছেলে সানির মৃত্যু হয়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন নিহতের মেয়ে সুপ্তিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিহতের দেবর এনামুল হক বলেন, দুই সন্তানকে নিয়ে তার ভাবি স্কুলের উদ্দেশে বের হয়। দুর্ঘটনাস্থলের কিছুদূরে কেওয়াটখালী এলাকায় তার ভাবির মামার বাড়ি আছে। সেখানে এসেছিল কিনা বা কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় কি করতে গিয়েছিল সে বিষয়ে কিছু বলতে পারেন নি তিনি।

মময়মনসিংহ রেলওয়ে পুলিশের এসআই হাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।