মিরসরাইয়ে ‘শিবিরের হামলায়’ যুবলীগ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • / ১২৪ Time View

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল করতে গেলে ছাত্রলীগ নেতা আনিস রিফাত ও যুবলীগ নেতা ফেরদৌস হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা বাঁধা প্রদান করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলা চালায়। এসময় স্থানীয়রা হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দিয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা ফেরদৌস খান স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আনিস রিফাত একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা আনিস রিফাতের অবস্থা গুরতর হওয়ায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) ভর্তি করানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে একটি বাসযোগে শিবিরের ৪০ থেকে ৫০জনের একটি দল হঠাৎ নেমে ঠাকুরদীঘি বাজারে একটি ঝটিকা মিছিল শুরু করে। এসময় আনিস রিফাতের ওপর হামলা চালায় শিবির কর্মীরা। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে আসিবুল হাসান নামের এক শিবির ক্যাডারকে ধরে পুলিশে সোপর্দ করে।আহত আনিস রিফাত জানান, ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরার সময় কিছু ছেলেদের সন্দেহ জনক আনাগোনা দেখে আমি আমার স্থানীয় নেতা কর্মীদের ফোন দিয়ে জড়ো করি এসময় তারা মিছিল দিতে গেলে বাঁধা প্রদান করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, ঝটিকা মিছিল থেকে হামলার ঘটনায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নূর ইসলামের ছেলে আসিবুল হাসানকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের ব্যাপারে তথ্য নেয়ার চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।এদিকে উওরজেলা প্রচার সম্পাদক তাওসীফ মারুফ তাদের বিবৃতিতে জানান, তাদের শান্তিরপূর্ণ মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ। এদিকে এ ঘটনার প্রতিবাদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়া ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।

Tag :

Please Share This Post in Your Social Media

মিরসরাইয়ে ‘শিবিরের হামলায়’ যুবলীগ নেতা আহত

Update Time : ১১:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল করতে গেলে ছাত্রলীগ নেতা আনিস রিফাত ও যুবলীগ নেতা ফেরদৌস হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা বাঁধা প্রদান করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলা চালায়। এসময় স্থানীয়রা হামলাকারীদের একজনকে ধরে পুলিশে দিয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা ফেরদৌস খান স্থানীয় দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আনিস রিফাত একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাদের মধ্যে ছাত্রলীগ নেতা আনিস রিফাতের অবস্থা গুরতর হওয়ায় তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মাস্তান নগর হাসপাতাল) ভর্তি করানো হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে একটি বাসযোগে শিবিরের ৪০ থেকে ৫০জনের একটি দল হঠাৎ নেমে ঠাকুরদীঘি বাজারে একটি ঝটিকা মিছিল শুরু করে। এসময় আনিস রিফাতের ওপর হামলা চালায় শিবির কর্মীরা। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে আসিবুল হাসান নামের এক শিবির ক্যাডারকে ধরে পুলিশে সোপর্দ করে।আহত আনিস রিফাত জানান, ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরার সময় কিছু ছেলেদের সন্দেহ জনক আনাগোনা দেখে আমি আমার স্থানীয় নেতা কর্মীদের ফোন দিয়ে জড়ো করি এসময় তারা মিছিল দিতে গেলে বাঁধা প্রদান করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে।জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, ঝটিকা মিছিল থেকে হামলার ঘটনায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নূর ইসলামের ছেলে আসিবুল হাসানকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের ব্যাপারে তথ্য নেয়ার চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।এদিকে উওরজেলা প্রচার সম্পাদক তাওসীফ মারুফ তাদের বিবৃতিতে জানান, তাদের শান্তিরপূর্ণ মিছিলে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ। এদিকে এ ঘটনার প্রতিবাদে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ মঙ্গলবার বিকাল ৩টায় উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল ভূঁইয়া ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা।