মিরসরাইয়ে কথা কাটাকাটির জেরে কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • / ১৭৮ Time View

মিরসরাই সংবাদদাতা:

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সমতিবাজার এলাকায় মো. হারুন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সালাউদ্দিন নামে এক সিএনজিচালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. হারুন খাগড়াছড়ি জেলার রামগড় থানার মাস্টার পাড়ার মৃত মো. জসিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. সালাউদ্দিন ও রাজমিস্ত্রি হারুনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সালাউদ্দিন হারুনকে ধারালো দা দিয়ে কোপ দেয়। এরপর স্থানীয়রা হারুনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং পরে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, আমরা ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসেছি। এখনো কেউ থানায় মামলা করেনি।চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ধারালো অস্ত্রের কোপে চমেক হাসপাতালে রাজমিস্ত্রি হারুন মারা গেছেন নিশ্চিত করে চট্টগ্রাম খবরকে বলেন, নিহত হারুনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মিরসরাইয়ে কথা কাটাকাটির জেরে কুপিয়ে হত্যার অভিযোগ

Update Time : ০৫:৫৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২

মিরসরাই সংবাদদাতা:

চট্টগ্রামের জোরারগঞ্জ থানার সমতিবাজার এলাকায় মো. হারুন (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সালাউদ্দিন নামে এক সিএনজিচালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. হারুন খাগড়াছড়ি জেলার রামগড় থানার মাস্টার পাড়ার মৃত মো. জসিমের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. সালাউদ্দিন ও রাজমিস্ত্রি হারুনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সালাউদ্দিন হারুনকে ধারালো দা দিয়ে কোপ দেয়। এরপর স্থানীয়রা হারুনকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় এবং পরে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, আমরা ঘটনাটি শুনে ঘটনাস্থলে এসেছি। এখনো কেউ থানায় মামলা করেনি।চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান ধারালো অস্ত্রের কোপে চমেক হাসপাতালে রাজমিস্ত্রি হারুন মারা গেছেন নিশ্চিত করে চট্টগ্রাম খবরকে বলেন, নিহত হারুনের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।