মারজান ইভান পেলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 54

রেজা শাহীন:

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন বিনোদন সাংবাদিক মারজান ইভান। গত ১ জুন বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ পুরস্কার দেওয়া হয়।
পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়। এরমধ্যে বিনোদন কন্টেন্ট বিভাগে পুরস্কার পান মারজান ইভান। তার প্রতিবেদনের শিরোনাম ছিল ‘একটি বিজ্ঞাপনের থিম সং বনে গেছে পুরো জাতির থিম সং’।
ছোটবেলা থেকেই মিডিয়ার সাথে জড়িত মারজান ইভান। কাজ করেছেন টেলিভিশন বিজ্ঞাপন এবং নাটকে। ছাত্র জীবনেই যুক্ত ছিলেন অনলাইন টিভি চ্যানেলের সঙ্গে । দীর্ঘদিন ধরে কাজ করেছেন দেশের স্বনামধন্য একটি টিভি চ্যানেলের প্রোগ্রাম বিভাগে।
সাংবাদিকতার পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায় । তার নিজস্ব ইভেন্ট ফার্ম এবং রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে । গত দুই বছর যাবৎ মারজান কর্মরত আছেন জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি’র বিনোদন বিভাগে ।ইভানের করা অনুষ্ঠান, নিউজ বা ডকুমেন্টারি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেন এই তরুণ।
পুরস্কার পেয়ে অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন , ”বর্তমান বিশ্বে ডিজিটালি কাজ করার অনেক সুযোগ আছে, আমাদের দেশ এখন অনেক এগিয়ে। ইন্টারনেটের সহজলভ্যতা আর প্রযুক্তির ব্যবহারে আমরা এখন বিশ্বের সব দেশের সাথে ডিজিটালি অগ্রসর হচ্ছি। এই মাধ্যমটি যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি খুব সহজেই সমাজ বা দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। শুধু সস্তা ভিউর পেছনে না ছুটে কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা উপহার দিতে পারি। আর এক্ষেত্রে প্রয়োজন সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা। ডিজিটাল মিডিয়া ফোরাম এর এরকম আয়োজন প্রতি বছর অব্যাহত থাকলে আমি নিশ্চিত অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা পাবো। আমার কাজের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড পরবর্তীতে আরো ভালো কাজ উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে।”
মারজান ইভান ছাড়াও রাইজিং বিডি ডটকমের সিনিয়র রিপোর্টার ইয়াসিন হাসান, সমকালের সাব্বিন হাসান, বণিক বার্তার ইয়াহিয়া নকীব, কালবেলার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল পুরস্কার পান।
পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা উদয় হাকিম সহ আরও অনেকে।

Tag :

Please Share This Post in Your Social Media

মারজান ইভান পেলেন ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’

Update Time : ০৬:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

রেজা শাহীন:

ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন বিনোদন সাংবাদিক মারজান ইভান। গত ১ জুন বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ পুরস্কার দেওয়া হয়।
পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন সাংবাদিককে এ পুরস্কার দেওয়া হয়। এরমধ্যে বিনোদন কন্টেন্ট বিভাগে পুরস্কার পান মারজান ইভান। তার প্রতিবেদনের শিরোনাম ছিল ‘একটি বিজ্ঞাপনের থিম সং বনে গেছে পুরো জাতির থিম সং’।
ছোটবেলা থেকেই মিডিয়ার সাথে জড়িত মারজান ইভান। কাজ করেছেন টেলিভিশন বিজ্ঞাপন এবং নাটকে। ছাত্র জীবনেই যুক্ত ছিলেন অনলাইন টিভি চ্যানেলের সঙ্গে । দীর্ঘদিন ধরে কাজ করেছেন দেশের স্বনামধন্য একটি টিভি চ্যানেলের প্রোগ্রাম বিভাগে।
সাংবাদিকতার পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায় । তার নিজস্ব ইভেন্ট ফার্ম এবং রেস্টুরেন্ট ব্যবসা রয়েছে । গত দুই বছর যাবৎ মারজান কর্মরত আছেন জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভি’র বিনোদন বিভাগে ।ইভানের করা অনুষ্ঠান, নিউজ বা ডকুমেন্টারি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড জিতেন এই তরুণ।
পুরস্কার পেয়ে অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন , ”বর্তমান বিশ্বে ডিজিটালি কাজ করার অনেক সুযোগ আছে, আমাদের দেশ এখন অনেক এগিয়ে। ইন্টারনেটের সহজলভ্যতা আর প্রযুক্তির ব্যবহারে আমরা এখন বিশ্বের সব দেশের সাথে ডিজিটালি অগ্রসর হচ্ছি। এই মাধ্যমটি যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি খুব সহজেই সমাজ বা দেশের জন্য ভালো কিছু করা সম্ভব। শুধু সস্তা ভিউর পেছনে না ছুটে কোয়ালিটি সম্পন্ন কাজ আমরা উপহার দিতে পারি। আর এক্ষেত্রে প্রয়োজন সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা। ডিজিটাল মিডিয়া ফোরাম এর এরকম আয়োজন প্রতি বছর অব্যাহত থাকলে আমি নিশ্চিত অনেক ভালো ভালো কন্টেন্ট আমরা পাবো। আমার কাজের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড পরবর্তীতে আরো ভালো কাজ উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে।”
মারজান ইভান ছাড়াও রাইজিং বিডি ডটকমের সিনিয়র রিপোর্টার ইয়াসিন হাসান, সমকালের সাব্বিন হাসান, বণিক বার্তার ইয়াহিয়া নকীব, কালবেলার স্টাফ রিপোর্টার জাফর ইকবাল পুরস্কার পান।
পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা উদয় হাকিম সহ আরও অনেকে।