মানব সেবাই যাদের ব্রত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / ১৭২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

মানবিক বাজার প্রচারে নই প্রসারে বিশ্বাসী, লোক দেখানো কাজ নয় মানুষের মনে মানবিকতা জাগানোই আমাদের কাজ । সাধারণ মানুষের অমলিন হাসিই আমাদের প্রশান্তি। গত বছরের মার্চে বিশ্ব ব্যাপী হানা দিয়েছিল করোনা, বাংলাদেশ ও বাদ যাইনি তার থাবা থেকে। মহামারী মোকাবেলা সহজ কাজ নয় রাত যত গভীর হবে প্রভাত তত কাছে আসে। সেই করোনাকালীন কঠিন কাজটি নিজের মাথায় নিয়ে অসহায় গরীব খেটে খাওয়া মেহনতী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছন এমনই এক মানবিক ও দরদী মানুষ এরশাদ ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি অন্যতম সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।

চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুর – বুড়িশ্চর গ্রাম ও আশপাশের এলাকায়!”বিশ্বাস রাখুন পাশে থাকুন” এ শ্লোগানে শুরু হয় মানবতার দেয়াল মানবিক বাজার এর মানবিক কাজ। এই মানবিক বাজার থেকে সাধারণ মানুষ সম্পুর্ন বিনামূল্যে চাল, ডাল,আলু,পিয়াজ,ফুলকপি, বাঁধাকপি, লাউ,মিস্টি কুমড়া, মুলা, শসা, বেগুন, টমেটো, ধনেপাতা, কাচা মরিচ প্রতিটি পণ্য যার যা প্রয়োজন নিতে পারছে ইচ্ছে মতো।

পবিত্র শবেবরাত উপলক্ষে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মুরগী, চাল, আলু, পিয়াজ, চিড়া, সেমাই, টমেটো, কাঁচামরিচ দিয়ে পণ্য সেবা দিয়ে সহযোগিতা করেছে।
আগে মানবতার দেয়াল বলতে পুরনো এক পিছ কাপড় দান করাকে বুঝাতো সে অচলায়তন ভেঙে মানবিক বাজার এর নিত্য পণ্যের এই উদ্যোগকে অভিনব ও সাহসী বলে এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছে তাই দিনকে দিন মানুষের মনে সাড়া ফেলেছে উদ্যোক্তা এরশাদ সিদ্দিকীর মানবিক বাজার।

পাশে আছেন সদস্য নাছির ফারুকী, রাহুল রাশেদ, আবুল কালাম, ফয়সাল।

উপদেষ্টা হিসেবে আছেন জনাব সেলিম জাহাঙ্গীর চৌধুরী, সাইফু আজিজ, ইদ্রিছ চৌধুরী।

আমাদের দাতারাই আমাদের নেতা আমাদের প্রানঃ তাদের আস্থা বিশ্বাস ভালবাসা ও মানবতা আমরা সেবক হয়ে পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের মাঝে। এই পবিত্র রমজান মাসেই আমরা চাউল, চনাবুট, চিড়া, চিনি, আলু, পিয়াজ, ময়দা, সেমাই, লাচ্ছা সেমাই, লবন সহকারে ৭ থেকে ১০ কেজির প্রতিটি থলে এরকম ৫০০ পরিবারকে( হিন্দু মুসলিম জেলে সম্প্রদায়ের) লোক সহ পণ্য সেবা দিয়ে সহযোগিতা করেছি।

মানবিকতার পাশে মানবিক বাজারঃ আমরা হৃদয় নিংড়ানো কাজ করি লোক দেখানো নয়।

প্রতিবন্ধীরা সমাজের অবহেলা অনাদরে থাকে কারো ভালবাসা পাইনা। চাঁন্দগাও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৫০ জন অটিজম ছেলেমেয়েদের ঈদের নতুন জামাকাপড় ও পণ্য সেবা দিয়ে সহযোগিতা করেছি। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপ কমিটির প্রভাবশালী সদস্য রাশেদুল ইসলাম রাসেল।

অন্যদিকে তরুণ আওয়ামী লীগ নেতা রাসেল ব্যক্তিগত উদ্যোগে ১ম ধাপে ২৭০ পরিবার, ২য় ধাপে ৩০০ পরিবার ও ৩য় ধাপে ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার ও ১২০ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

তার কার্যক্রম গুলো ছিলঃ

রমযানের ১ম দিন থেকে প্রতিদিন হাটহাজারীর বিভিন্ন স্থানে ইফতার ও ফেসমাস্ক বিতরণ। যা শেষ রমযানের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
এই কার্যক্রমে ৩হাজার রোযাদার ইফতার পেয়েছেন।

রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী ক্রয় করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। ১৫০ পরিবার এই সুবিধা পেয়েছেন।

ঈদ সামগ্রী উপহার হিসেবে ৫০০ জনকে শাড়ি, লুঙ্গি, ও ত্রি-পিস প্রদান।

ঈদ খাদ্য সামগ্রী উপহার হিসেবে আজকের ৩০০ পরিবারকে এক যোগে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান সহ মোট ১হাজার পরিবারকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে।

গত এক মাসে ৫৪জন রুগীকে ঔষধ ক্রয় করে দেওয়া হয়েছে যা প্রায় ৭০ হাজার টাকা।

নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে প্রায় ১৫০ পরিবারকে মোট ১০০০০০ টাকা

উপজেলার সদরে বিনামূল্যে সহি কোরআন ও নামাজ শিক্ষা মাসজুড়ে। যা প্রতি বছর রমযান মাসে বলবৎ থাকবে।

Hathazari Virtual Patient Care Centre এর আওতায় টেলিমেডিসিন সেবা প্রদান প্রায় ১২০০ রুগীকে। ৩শতাধিক স্পেশালিস্ট ডাক্তার এই সেবা দিয়েছে।

সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বিচ্ছিন্ন ভাবে এবং জনবসতি ও নিম্ন স্থানে বসবাসকারী এলাকায় অটোমেশন হ্যান্ড ওয়াশ ডিভাইস/মেশিন স্থাপন করা হয়েছে।

রমজানের শুরুর পূর্ব থেকেই হাটহাজারীর ওয়ার্ড ভিত্তিক “Home Hospital” চালু করা হয়েছে। যেখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন। ইতোমধ্যে ঢাকা থেকেও বেশ কিছু বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা চুড়ান্ত হয়েছে।

হাটহাজারীর রুগীদের মৌসুমী ফল উপহার দেওয়া হচ্ছে।

হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড রঙ্গিপাড়ায় ও ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়ায় সংগঠিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও বস্ত্র প্রদান।

চট্টগ্রাম-৫ আসনের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন করা হচ্ছে। ঈদের পর চালু হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

মানব সেবাই যাদের ব্রত

Update Time : ০১:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

মানবিক বাজার প্রচারে নই প্রসারে বিশ্বাসী, লোক দেখানো কাজ নয় মানুষের মনে মানবিকতা জাগানোই আমাদের কাজ । সাধারণ মানুষের অমলিন হাসিই আমাদের প্রশান্তি। গত বছরের মার্চে বিশ্ব ব্যাপী হানা দিয়েছিল করোনা, বাংলাদেশ ও বাদ যাইনি তার থাবা থেকে। মহামারী মোকাবেলা সহজ কাজ নয় রাত যত গভীর হবে প্রভাত তত কাছে আসে। সেই করোনাকালীন কঠিন কাজটি নিজের মাথায় নিয়ে অসহায় গরীব খেটে খাওয়া মেহনতী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছন এমনই এক মানবিক ও দরদী মানুষ এরশাদ ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি অন্যতম সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল।

চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুর – বুড়িশ্চর গ্রাম ও আশপাশের এলাকায়!”বিশ্বাস রাখুন পাশে থাকুন” এ শ্লোগানে শুরু হয় মানবতার দেয়াল মানবিক বাজার এর মানবিক কাজ। এই মানবিক বাজার থেকে সাধারণ মানুষ সম্পুর্ন বিনামূল্যে চাল, ডাল,আলু,পিয়াজ,ফুলকপি, বাঁধাকপি, লাউ,মিস্টি কুমড়া, মুলা, শসা, বেগুন, টমেটো, ধনেপাতা, কাচা মরিচ প্রতিটি পণ্য যার যা প্রয়োজন নিতে পারছে ইচ্ছে মতো।

পবিত্র শবেবরাত উপলক্ষে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে মুরগী, চাল, আলু, পিয়াজ, চিড়া, সেমাই, টমেটো, কাঁচামরিচ দিয়ে পণ্য সেবা দিয়ে সহযোগিতা করেছে।
আগে মানবতার দেয়াল বলতে পুরনো এক পিছ কাপড় দান করাকে বুঝাতো সে অচলায়তন ভেঙে মানবিক বাজার এর নিত্য পণ্যের এই উদ্যোগকে অভিনব ও সাহসী বলে এবং সাধারণ মানুষ উপকৃত হচ্ছে তাই দিনকে দিন মানুষের মনে সাড়া ফেলেছে উদ্যোক্তা এরশাদ সিদ্দিকীর মানবিক বাজার।

পাশে আছেন সদস্য নাছির ফারুকী, রাহুল রাশেদ, আবুল কালাম, ফয়সাল।

উপদেষ্টা হিসেবে আছেন জনাব সেলিম জাহাঙ্গীর চৌধুরী, সাইফু আজিজ, ইদ্রিছ চৌধুরী।

আমাদের দাতারাই আমাদের নেতা আমাদের প্রানঃ তাদের আস্থা বিশ্বাস ভালবাসা ও মানবতা আমরা সেবক হয়ে পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের মাঝে। এই পবিত্র রমজান মাসেই আমরা চাউল, চনাবুট, চিড়া, চিনি, আলু, পিয়াজ, ময়দা, সেমাই, লাচ্ছা সেমাই, লবন সহকারে ৭ থেকে ১০ কেজির প্রতিটি থলে এরকম ৫০০ পরিবারকে( হিন্দু মুসলিম জেলে সম্প্রদায়ের) লোক সহ পণ্য সেবা দিয়ে সহযোগিতা করেছি।

মানবিকতার পাশে মানবিক বাজারঃ আমরা হৃদয় নিংড়ানো কাজ করি লোক দেখানো নয়।

প্রতিবন্ধীরা সমাজের অবহেলা অনাদরে থাকে কারো ভালবাসা পাইনা। চাঁন্দগাও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৫০ জন অটিজম ছেলেমেয়েদের ঈদের নতুন জামাকাপড় ও পণ্য সেবা দিয়ে সহযোগিতা করেছি। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপ কমিটির প্রভাবশালী সদস্য রাশেদুল ইসলাম রাসেল।

অন্যদিকে তরুণ আওয়ামী লীগ নেতা রাসেল ব্যক্তিগত উদ্যোগে ১ম ধাপে ২৭০ পরিবার, ২য় ধাপে ৩০০ পরিবার ও ৩য় ধাপে ১৫০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার ও ১২০ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

তার কার্যক্রম গুলো ছিলঃ

রমযানের ১ম দিন থেকে প্রতিদিন হাটহাজারীর বিভিন্ন স্থানে ইফতার ও ফেসমাস্ক বিতরণ। যা শেষ রমযানের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
এই কার্যক্রমে ৩হাজার রোযাদার ইফতার পেয়েছেন।

রমজান উপলক্ষ্যে খাদ্য সামগ্রী ক্রয় করে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। ১৫০ পরিবার এই সুবিধা পেয়েছেন।

ঈদ সামগ্রী উপহার হিসেবে ৫০০ জনকে শাড়ি, লুঙ্গি, ও ত্রি-পিস প্রদান।

ঈদ খাদ্য সামগ্রী উপহার হিসেবে আজকের ৩০০ পরিবারকে এক যোগে খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান সহ মোট ১হাজার পরিবারকে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে।

গত এক মাসে ৫৪জন রুগীকে ঔষধ ক্রয় করে দেওয়া হয়েছে যা প্রায় ৭০ হাজার টাকা।

নগদ অর্থ দিয়ে সহায়তা করা হয়েছে প্রায় ১৫০ পরিবারকে মোট ১০০০০০ টাকা

উপজেলার সদরে বিনামূল্যে সহি কোরআন ও নামাজ শিক্ষা মাসজুড়ে। যা প্রতি বছর রমযান মাসে বলবৎ থাকবে।

Hathazari Virtual Patient Care Centre এর আওতায় টেলিমেডিসিন সেবা প্রদান প্রায় ১২০০ রুগীকে। ৩শতাধিক স্পেশালিস্ট ডাক্তার এই সেবা দিয়েছে।

সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বিচ্ছিন্ন ভাবে এবং জনবসতি ও নিম্ন স্থানে বসবাসকারী এলাকায় অটোমেশন হ্যান্ড ওয়াশ ডিভাইস/মেশিন স্থাপন করা হয়েছে।

রমজানের শুরুর পূর্ব থেকেই হাটহাজারীর ওয়ার্ড ভিত্তিক “Home Hospital” চালু করা হয়েছে। যেখানে বিশেষজ্ঞ ডাক্তারগণ ঘরে ঘরে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন। ইতোমধ্যে ঢাকা থেকেও বেশ কিছু বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা চুড়ান্ত হয়েছে।

হাটহাজারীর রুগীদের মৌসুমী ফল উপহার দেওয়া হচ্ছে।

হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড রঙ্গিপাড়ায় ও ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়ায় সংগঠিত ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও বস্ত্র প্রদান।

চট্টগ্রাম-৫ আসনের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্য সুরক্ষা বুথ স্থাপন করা হচ্ছে। ঈদের পর চালু হতে যাচ্ছে।