মহান বিজয় দিবসে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • / ১৬৫ Time View

ইউসুফ চৌধুরী, রাজশাহী:

“সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস-২০২১” যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জনতা ব্যাংকের সকল নির্বাহী কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে জনতা ব্যাংক এরিয়া অফিস রাজশাহী হতে বিজয় শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজে এসে শেষ হয় এবং সকাল সাড়ে ৮টায় রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

No description available.

এছাড়াও সকাল সাড়ে ৯ টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবসের গুরুত্ব বিষয়ক এক আলোচনা সভা মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদারেে সভাপতিত্বে জনতা ব্যাংক কর্পোরেট শাখা রাজশাহীতে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

তিনি বাংলাদেশ বিনির্মাণেে বঙ্গবন্ধুর অবদান এবং বিশ্বে আজ বাংলাদেশের গৌরবাজ্জ্বল অবস্থান বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। ইতিহাসের নানান উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে ছিলেন; ধর্মের লেবাস পরে শুধু মুখে মুখে ধর্মকে পালন করার বিপক্ষে ছিলেন।

আলোচনায় অংশগ্রহণ করেন, এরিয়া অফিসের ডিজিএম জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার, অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর সভাপতি আরিফ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার তালুকদার।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থানে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান, যাতে করে আমাদের এই প্রিয় মাতৃভূমি ও জাতিকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

সভাপতির বক্তব্যে তাপস কুমার মজুমদার বলেন, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে ও জানাতে হবে।

তিনি আরও বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা প্রজন্ম থেকে প্রজন্মে পৌছে দেব এবং বঙ্গবন্ধুর বৈষম্যহীন বাংলাদেশ গড়ব- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই হোক আমাদের অঙ্গীকার।

Tag :

Please Share This Post in Your Social Media

মহান বিজয় দিবসে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি পালন

Update Time : ১১:৪৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১

ইউসুফ চৌধুরী, রাজশাহী:

“সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবস-২০২১” যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জনতা ব্যাংকের সকল নির্বাহী কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে জনতা ব্যাংক এরিয়া অফিস রাজশাহী হতে বিজয় শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজে এসে শেষ হয় এবং সকাল সাড়ে ৮টায় রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

No description available.

এছাড়াও সকাল সাড়ে ৯ টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মহান বিজয় দিবসের গুরুত্ব বিষয়ক এক আলোচনা সভা মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদারেে সভাপতিত্বে জনতা ব্যাংক কর্পোরেট শাখা রাজশাহীতে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

তিনি বাংলাদেশ বিনির্মাণেে বঙ্গবন্ধুর অবদান এবং বিশ্বে আজ বাংলাদেশের গৌরবাজ্জ্বল অবস্থান বিষয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। ইতিহাসের নানান উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে ছিলেন; ধর্মের লেবাস পরে শুধু মুখে মুখে ধর্মকে পালন করার বিপক্ষে ছিলেন।

আলোচনায় অংশগ্রহণ করেন, এরিয়া অফিসের ডিজিএম জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার, অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর সভাপতি আরিফ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার তালুকদার।

বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থানে আরও বেশি অবদান রাখার আহ্বান জানান, যাতে করে আমাদের এই প্রিয় মাতৃভূমি ও জাতিকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

সভাপতির বক্তব্যে তাপস কুমার মজুমদার বলেন, স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে ও জানাতে হবে।

তিনি আরও বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা আমরা প্রজন্ম থেকে প্রজন্মে পৌছে দেব এবং বঙ্গবন্ধুর বৈষম্যহীন বাংলাদেশ গড়ব- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই হোক আমাদের অঙ্গীকার।