মতলব উত্তরে ছেলের হাতে মা খুন

  • Update Time : ০৯:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / 5

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মতলব উত্তরের ফতেপুর পশ্চিম  ইউনিয়নের দিঘলীপাড় গ্রামে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ( ২১ সেপ্টেম্বর) সকাল  ১১.৪০ মিনিটের সময় মা-ছেলের সাথে নিজ বাড়ির উঠানে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে মার মাথায় ইট দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মা মারা যায়। 

নিহতের নাম শেফালী বেগম (৫৫)। সে দিঘলী পাড় গ্ৰামের  মৃত মোঃ কালু প্রধানের স্ত্রী । জানা গেছে,শেফালী বেগমের  বাপের বাড়ি একই ইউনিয়নের  মান্দার তলী গ্রামে। 

এলাকাবাসী জানায়,নিহত শেফালী বেগমের ৩ মেয়ে, ২ ছেলে। ৫ ভাই বোনের মধ্যে ৪ জনই মানসিক প্রতিবন্ধী।

খবর শুনে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন । লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ঘাতক ছেলে মোঃ নুরেআলম (২৫) কে আটক করে মতলব উত্তর থানায় নিয়ে যায়।

ঘাতক নুরে আলম গত তিন বছর আগে তার বাড়ির চাচাতো বোনের ঘরে আগুন  দেয়ার ঘটনার মামলায় জেলহাজতে ছিলেন।

তিনি মানসিক প্রতিবন্ধী হওয়ায় এক বছর সাজা ভোগ করার পর আদালত তাকে খালাস দেন। অপরদিকে  এক বছর আগে নুরে আলম তার বাবা কালু প্রধান কে আঘাত করলে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।  

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নুরে আলমকে আটক করেছি। নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মতলব উত্তরে ছেলের হাতে মা খুন

Update Time : ০৯:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

মতলব প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে ছেলের হাতে মা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মতলব উত্তরের ফতেপুর পশ্চিম  ইউনিয়নের দিঘলীপাড় গ্রামে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ( ২১ সেপ্টেম্বর) সকাল  ১১.৪০ মিনিটের সময় মা-ছেলের সাথে নিজ বাড়ির উঠানে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে মার মাথায় ইট দিয়ে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মা মারা যায়। 

নিহতের নাম শেফালী বেগম (৫৫)। সে দিঘলী পাড় গ্ৰামের  মৃত মোঃ কালু প্রধানের স্ত্রী । জানা গেছে,শেফালী বেগমের  বাপের বাড়ি একই ইউনিয়নের  মান্দার তলী গ্রামে। 

এলাকাবাসী জানায়,নিহত শেফালী বেগমের ৩ মেয়ে, ২ ছেলে। ৫ ভাই বোনের মধ্যে ৪ জনই মানসিক প্রতিবন্ধী।

খবর শুনে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) রতন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন । লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ঘাতক ছেলে মোঃ নুরেআলম (২৫) কে আটক করে মতলব উত্তর থানায় নিয়ে যায়।

ঘাতক নুরে আলম গত তিন বছর আগে তার বাড়ির চাচাতো বোনের ঘরে আগুন  দেয়ার ঘটনার মামলায় জেলহাজতে ছিলেন।

তিনি মানসিক প্রতিবন্ধী হওয়ায় এক বছর সাজা ভোগ করার পর আদালত তাকে খালাস দেন। অপরদিকে  এক বছর আগে নুরে আলম তার বাবা কালু প্রধান কে আঘাত করলে দীর্ঘ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।  

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমি সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নুরে আলমকে আটক করেছি। নুরে আলম মানসিকভাবে প্রতিবন্ধী। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন অবস্থায় আছে।