ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নামে ফোনে চাঁদা দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
  • / ১৯২ Time View

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয়ে মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর কাছে ফোন দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি জানানো হচ্ছে বলে রোববার (২০ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে প্রতারক চক্র মাঠ পর্যায়ে ভূমি সহকারী কর্মকর্তা/উপ-সহকারী কর্মকর্তা এবং উপজেলা/সার্কেল ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীদের কাছে তাদের নামে মন্ত্রণালয়ে অভিযোগ আছে বলে তা নিষ্পত্তির আশ্বাস দিয়ে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি করছে। কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রণালয়কে এ বিষয়টি জানিয়েছেন।

অতিরিক্ত সচিবের (মাঠ প্রশাসন) নামে ভুয়া পরিচয় দিয়ে মোবাইল ফোনে মাঠ পর্যায়ের ভূমি অফিসের কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কাছে চাদা দাবি করায় অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) তথা ভূমি মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও বলা হয়, ইতোপূর্বে এ ব্যাপারে অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) ঢাকা মহানগরের শাহবাগ থানায় জিডি করেছেন। এ ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে সতর্ক করে গত ১৪ ডিসেম্বর মাঠ পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে চিঠি পাঠানো হয়েছে বলেও ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নামে ফোনে চাঁদা দাবি

Update Time : ১২:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয়ে মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর কাছে ফোন দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে। গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি জানানো হচ্ছে বলে রোববার (২০ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে প্রতারক চক্র মাঠ পর্যায়ে ভূমি সহকারী কর্মকর্তা/উপ-সহকারী কর্মকর্তা এবং উপজেলা/সার্কেল ভূমি অফিসের বিভিন্ন কর্মচারীদের কাছে তাদের নামে মন্ত্রণালয়ে অভিযোগ আছে বলে তা নিষ্পত্তির আশ্বাস দিয়ে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানোর দাবি করছে। কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রণালয়কে এ বিষয়টি জানিয়েছেন।

অতিরিক্ত সচিবের (মাঠ প্রশাসন) নামে ভুয়া পরিচয় দিয়ে মোবাইল ফোনে মাঠ পর্যায়ের ভূমি অফিসের কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের কাছে চাদা দাবি করায় অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) তথা ভূমি মন্ত্রণালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও বলা হয়, ইতোপূর্বে এ ব্যাপারে অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) ঢাকা মহানগরের শাহবাগ থানায় জিডি করেছেন। এ ব্যাপারে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে সতর্ক করে গত ১৪ ডিসেম্বর মাঠ পর্যায়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসে চিঠি পাঠানো হয়েছে বলেও ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।