ভূমিদস্যুদের ভোট দিলে কুয়াকাটার উন্নয়ন ব্যাহত হবে: বাহাউদ্দীন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
  • / ৯৭ Time View
নিজস্ব প্রতিনিধি:
ভূমিদস্যু, দালাল, চাঁদাবাজ, সন্ত্রাসীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলে সে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবে না, কারণ শেখ হাসিনার কাছে এদের ঠাঁই নেই মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, এদের ভোট দিলে কুয়াকাটার উন্নয়ন ব্যাহত হবে।

তিনি বলেন, ভূমিদস্যু ও দালালদের নির্বাচিত করলে এরা এলাকার গরিব অসহায় নিরীহ মানুষের জমি দখল করে পথে নামিয়ে দেবে। এছাড়া দালালি করে জমির মালিকদের সর্বশান্ত করবে।
.
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত পৌরসভা নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
.
তিনি বলেন, কুয়াকাটার উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন। আজকের এই কুয়াকাটা ১৯৯৬ সালের আগে কি ছিল, তা আপনারা জানেন। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কুয়াকাটার উন্নয়ন শুরু করেছেন। তাই এই কুয়াকাটার মাটি এখন সোনা। এখানে ফসল ফলে। ব্যবসায়ীরা বিনিয়োগ করছে। এখানের মাটি বর্তমানে সোনার চেয়েও খাটি।
.
তিনি আরও বলেন, এখানের মাটি মূল্যবান তাই এখানে ভূমি দস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসীর সৃষ্টি হয়েছে। ওই ভূমিদস্যুরাই এখন নির্বাচিত হতে চায়। এসময় নাছিম আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বলেন, নৌকার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত হলেই কুয়াকাটার উন্নয়নের ধারাবাহিকায় অব্যাহত থাকবে। এই মাটি একদিন ইউনিয়ন ছিল, শেখ হাসিনা ৩য় শ্রেণির পৌরসভা করেছেন, পরে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় রূপান্তরিত করা হয়েছে। আমি কথা দিচ্ছি বর্তমান মেয়র কুয়াকাটার উন্নয়নের রূপকার আব্দুল বারেক মোল্লাকে নির্বাচিত করলে ভোটার জনসংখ্যা বাড়িয়ে এই কুয়াকাটাকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হবে।
.
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে  নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ভূমিদস্যুদের ভোট দিলে কুয়াকাটার উন্নয়ন ব্যাহত হবে: বাহাউদ্দীন

Update Time : ০৪:১৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিনিধি:
ভূমিদস্যু, দালাল, চাঁদাবাজ, সন্ত্রাসীকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করলে সে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাতে পারবে না, কারণ শেখ হাসিনার কাছে এদের ঠাঁই নেই মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, এদের ভোট দিলে কুয়াকাটার উন্নয়ন ব্যাহত হবে।

তিনি বলেন, ভূমিদস্যু ও দালালদের নির্বাচিত করলে এরা এলাকার গরিব অসহায় নিরীহ মানুষের জমি দখল করে পথে নামিয়ে দেবে। এছাড়া দালালি করে জমির মালিকদের সর্বশান্ত করবে।
.
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে পৌর আওয়ামী লীগ আয়োজিত পৌরসভা নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
.
তিনি বলেন, কুয়াকাটার উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন। আজকের এই কুয়াকাটা ১৯৯৬ সালের আগে কি ছিল, তা আপনারা জানেন। ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কুয়াকাটার উন্নয়ন শুরু করেছেন। তাই এই কুয়াকাটার মাটি এখন সোনা। এখানে ফসল ফলে। ব্যবসায়ীরা বিনিয়োগ করছে। এখানের মাটি বর্তমানে সোনার চেয়েও খাটি।
.
তিনি আরও বলেন, এখানের মাটি মূল্যবান তাই এখানে ভূমি দস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসীর সৃষ্টি হয়েছে। ওই ভূমিদস্যুরাই এখন নির্বাচিত হতে চায়। এসময় নাছিম আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে ভোট চেয়ে বলেন, নৌকার প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত হলেই কুয়াকাটার উন্নয়নের ধারাবাহিকায় অব্যাহত থাকবে। এই মাটি একদিন ইউনিয়ন ছিল, শেখ হাসিনা ৩য় শ্রেণির পৌরসভা করেছেন, পরে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় রূপান্তরিত করা হয়েছে। আমি কথা দিচ্ছি বর্তমান মেয়র কুয়াকাটার উন্নয়নের রূপকার আব্দুল বারেক মোল্লাকে নির্বাচিত করলে ভোটার জনসংখ্যা বাড়িয়ে এই কুয়াকাটাকে প্রথম শ্রেণির পৌরসভা ঘোষণা করা হবে।
.
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে  নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মাহবুবুর রহমান তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।