ভালুকায় বার্ষিক বনভোজন অনুষ্ঠানে ভেঙে পড়ল আম গাছ: ২ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / ২৫৪ Time View

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম গাছ ভেঙে পড়ে দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহিদ মিয়া (৩২) তিনি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বাসিন্দা ও নাছির উদ্দিন (৩৫) তিনি একই ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মল্লিকবাড়ি বাজার কমিটির আয়োজনে মল্লিকবাড়ি বাজারের পুরাতন (মরা) একটি আম গাছের নিচে বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ আম গাছটি অনুষ্ঠানে উপস্থিত মানুষের ওপর ভেঙে পড়ে। এতে গাছে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান।

এ সময় গুরুতর আহত হয় আরও ছয় জন। পরে আহতদের উদ্ধার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৫ জন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

ভালুকায় বার্ষিক বনভোজন অনুষ্ঠানে ভেঙে পড়ল আম গাছ: ২ যুবকের মৃত্যু

Update Time : ০১:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম গাছ ভেঙে পড়ে দুই যুবক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মল্লিকবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহিদ মিয়া (৩২) তিনি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বাসিন্দা ও নাছির উদ্দিন (৩৫) তিনি একই ইউনিয়নের গোবদিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মল্লিকবাড়ি বাজার কমিটির আয়োজনে মল্লিকবাড়ি বাজারের পুরাতন (মরা) একটি আম গাছের নিচে বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ আম গাছটি অনুষ্ঠানে উপস্থিত মানুষের ওপর ভেঙে পড়ে। এতে গাছে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান।

এ সময় গুরুতর আহত হয় আরও ছয় জন। পরে আহতদের উদ্ধার ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৫ জন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।