ভারতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • / ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লাখিমপুর খেরি এলাকায় আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে।

মামলা করার পাঁচ দিন পর তাকে গ্রেফতার করা হয়। বিরোধীদের পক্ষ থেকে আশিসকে গ্রেফতারের দাবিতে আন্দোলন চলছিল। খবর এনডিটিভির।

শনিবার রাত ১১টার দিকে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়। এর পর তাকে জেরা করতে শুরু করে পুলিশ। আশিসের নামে একটি এফআইআর করা হয়েছে।

আশিসকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে।

শনিবার রাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

লখিমপুর খেরিতে কৃষকদের আন্দোলনে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে।

শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন আশিসের বাবা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তিনি বলেছিলেন, ঘটনার সময় লাখিমপুর খেরিতেই ছিলেন না আশিস।

Tag :

Please Share This Post in Your Social Media

ভারতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেফতার

Update Time : ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লাখিমপুর খেরি এলাকায় আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে।

মামলা করার পাঁচ দিন পর তাকে গ্রেফতার করা হয়। বিরোধীদের পক্ষ থেকে আশিসকে গ্রেফতারের দাবিতে আন্দোলন চলছিল। খবর এনডিটিভির।

শনিবার রাত ১১টার দিকে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়। এর পর তাকে জেরা করতে শুরু করে পুলিশ। আশিসের নামে একটি এফআইআর করা হয়েছে।

আশিসকে প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, তার বক্তব্যে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে।

শনিবার রাতে পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতে হাজির করা হবে।

লখিমপুর খেরিতে কৃষকদের আন্দোলনে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে।

শুরু থেকেই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন আশিসের বাবা কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী অজয় মিশ্র। তিনি বলেছিলেন, ঘটনার সময় লাখিমপুর খেরিতেই ছিলেন না আশিস।