ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৭

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • / 216
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩৭ জন নিহত হয়েছেন।
.

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলো। এ ঘটনায় আরো অনেকেই পানির নিচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। একটি উদ্ধারকারী দল সকাল থেকেই সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ডাক্তারসহ অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।’

শিবরাজ সিং এক ভিডিও বার্তায় বলেন, সেখানে যা ঘটেছে তা খুবই মর্মান্তিক। উদ্ধারকাজ চলছে। রাষ্ট্রের সবাই ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানেরও ঘোষণা দেন তিনি।

দুর্ঘটনার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিলো।

Tag :

Please Share This Post in Your Social Media

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৭

Update Time : ০৪:৫৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩৭ জন নিহত হয়েছেন।
.

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসে প্রায় ৬০ জন যাত্রী ছিলো। এ ঘটনায় আরো অনেকেই পানির নিচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। একটি উদ্ধারকারী দল সকাল থেকেই সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং ডাক্তারসহ অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।’

শিবরাজ সিং এক ভিডিও বার্তায় বলেন, সেখানে যা ঘটেছে তা খুবই মর্মান্তিক। উদ্ধারকাজ চলছে। রাষ্ট্রের সবাই ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি প্রদানেরও ঘোষণা দেন তিনি।

দুর্ঘটনার জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল করার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিত থাকার কথা ছিলো।