ভারতে পাচারের উদ্দেশ্যে সয়াবিন তেল দোকান জাত করায় জরিমানা

  • Update Time : ০৪:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / 131

মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):

বেনাপোল সীমান্ত বাজার এলাকায় “সততা” ষ্টোরে অভিযান চালিয়ে ১০ ব্যারেল সুপার ওয়েল(সয়াবিন জাতীয় তেল) পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যে দোকানজাত করায় ৩.০০০(তিন হাজার) জরিমানার টাকা আদায় করেছেন মোবাইল কোর্টের অধিনায়ক শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা-মীর আলিফ রেজা।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বেনাপোল স্থল বন্দরে নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এনএসআই) এর দায়িত্ব প্রাপ্ত অফিসার এর পক্ষ থেকে একটি তেল পাচারের গোপণ তথ্য পেয়ে অত্র শার্শা উপজেলার মোবাইল কোর্ট প্রধান উপজেলার নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বেনাপোল সীমান্তের বাজার এলাকায় “সততা ষ্টোর” এ অভিযান চালান।

এ সময় তার কাজে সহযোগীতা করেন, বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া ও তার সঙ্গীয় ফোর্স ও এনএসআই অফিসারবৃন্দ।

প্রায় ৩.২৩.০০০(তিন লাখ তেইশ হাজার) টাকা মূল্যের ১০ ব্যারেল সুপার ওয়েল(সয়াবিন তেল জাতীয়) দোকানজাত করতে দেখায়,দোকান মালিক কে জিজ্ঞাসাবাদ করা হয়, ভারতে পাচারের লক্ষ্যে সে সয়াবিন তেল মজুদ করেছে কিনা জিজ্ঞাসা করলে দোকানদার অস্বিকার যায়, তবে গোপণ তথ্যের বুনিয়াদে এবং ছোট দোকানটিতে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পণ্য সয়াবিন তেল অবৈধ ভাবে মজুদ করার দায়ে ঐ “সততা ষ্টোর” এর দোকানিকে ৩.০০০(তিন হাজার) টাকা জরিমানা আদায় সহ মজুদকৃত ১০ ব্যারেল সয়াবিন তেল ভারতে পাচারের উদ্দেশ্যে বিক্রয় করা হলে ৫০ হাজার টাকা জরিমানা সহ ১বছরের জেল -জরিমানার কথা শুনিয়ে সতর্ক করে দেন মোবাইল কোর্ট প্রধান মীর আলিফ রেজা। পরে সেখান থেকে তিনি বেনাপোল বড় বাজারস্থ কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং এর কাজ শুরু করেন। এ সময় বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শিত না হওয়ায় দোকানিদেরকে সতর্ক হুসিয়ারী বার্তা প্রদান করেন।

বাজার মনিটরিং করার সময় বেনাপোল বাজার কমিটির সভাপতি-মোঃ আজিজুর রহমান আজু এবং সাধারণ সম্পাদক ও বেনাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মোঃ বজলুর রহমান সহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

Tag :

Please Share This Post in Your Social Media

ভারতে পাচারের উদ্দেশ্যে সয়াবিন তেল দোকান জাত করায় জরিমানা

Update Time : ০৪:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বেনাপোল(যশোর):

বেনাপোল সীমান্ত বাজার এলাকায় “সততা” ষ্টোরে অভিযান চালিয়ে ১০ ব্যারেল সুপার ওয়েল(সয়াবিন জাতীয় তেল) পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের উদ্দেশ্যে দোকানজাত করায় ৩.০০০(তিন হাজার) জরিমানার টাকা আদায় করেছেন মোবাইল কোর্টের অধিনায়ক শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা-মীর আলিফ রেজা।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বেনাপোল স্থল বন্দরে নিয়োজিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এনএসআই) এর দায়িত্ব প্রাপ্ত অফিসার এর পক্ষ থেকে একটি তেল পাচারের গোপণ তথ্য পেয়ে অত্র শার্শা উপজেলার মোবাইল কোর্ট প্রধান উপজেলার নির্বাহী অফিসার মীর আলিফ রেজা বেনাপোল সীমান্তের বাজার এলাকায় “সততা ষ্টোর” এ অভিযান চালান।

এ সময় তার কাজে সহযোগীতা করেন, বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া ও তার সঙ্গীয় ফোর্স ও এনএসআই অফিসারবৃন্দ।

প্রায় ৩.২৩.০০০(তিন লাখ তেইশ হাজার) টাকা মূল্যের ১০ ব্যারেল সুপার ওয়েল(সয়াবিন তেল জাতীয়) দোকানজাত করতে দেখায়,দোকান মালিক কে জিজ্ঞাসাবাদ করা হয়, ভারতে পাচারের লক্ষ্যে সে সয়াবিন তেল মজুদ করেছে কিনা জিজ্ঞাসা করলে দোকানদার অস্বিকার যায়, তবে গোপণ তথ্যের বুনিয়াদে এবং ছোট দোকানটিতে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পণ্য সয়াবিন তেল অবৈধ ভাবে মজুদ করার দায়ে ঐ “সততা ষ্টোর” এর দোকানিকে ৩.০০০(তিন হাজার) টাকা জরিমানা আদায় সহ মজুদকৃত ১০ ব্যারেল সয়াবিন তেল ভারতে পাচারের উদ্দেশ্যে বিক্রয় করা হলে ৫০ হাজার টাকা জরিমানা সহ ১বছরের জেল -জরিমানার কথা শুনিয়ে সতর্ক করে দেন মোবাইল কোর্ট প্রধান মীর আলিফ রেজা। পরে সেখান থেকে তিনি বেনাপোল বড় বাজারস্থ কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং এর কাজ শুরু করেন। এ সময় বেশ কয়েকটি দোকানে মূল্য তালিকা প্রদর্শিত না হওয়ায় দোকানিদেরকে সতর্ক হুসিয়ারী বার্তা প্রদান করেন।

বাজার মনিটরিং করার সময় বেনাপোল বাজার কমিটির সভাপতি-মোঃ আজিজুর রহমান আজু এবং সাধারণ সম্পাদক ও বেনাপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মোঃ বজলুর রহমান সহ বাজার কমিটির অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।