বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটে চারজন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
  • / ১২৮ Time View

স্পোর্টস ডেস্কঃ

সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদকে তিন ফরম্যাটে রেখে ২০২৩ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে স্থান পেয়েছেন মোট ২১ জন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কে কে আছেন:

সাকিব আল হাসান (তিন ফরম্যাট), লিটন কুমার দাস (তিন ফরম্যাট), মেহেদী হাসান মিরাজ (তিন ফরম্যাট), তাসকিন আহমেদ (তিন ফরম্যাট), তামিম ইকবাল (টেস্ট, ওয়ানডে), মুশফিকুর রহিম (টেস্ট, ওয়ানডে), নাজমুল হোসেন শান্ত (টেস্ট, টি২০), নুরুল হাসান সোহান (টেস্ট, টি২০), মুমিনুল হক (টেস্ট), তাইজুল ইসলাম (টেস্ট), এবাদত হোসেন (টেস্ট), খালেদ আহমেদ (টেস্ট), জাকির হাসান (টেস্ট), মাহমুদউল্লাহ (ওয়ানডে), মুস্তাফিজুর রহমান (ওয়ানডে, টি২০), আফিফ হোসেন (ওয়ানডে, টি২০), শরিফুল ইসলাম (ওয়ানডে, টি২০), নাসুম আহমেদ (টি২০), শেখ মেহেদী হাসান (টি২০), মোসাদ্দেক হোসেন (টি২০) ও হাসান মাহমুদ (টি২০)।

Tag :

Please Share This Post in Your Social Media

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটে চারজন

Update Time : ০৭:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদকে তিন ফরম্যাটে রেখে ২০২৩ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চুক্তিতে স্থান পেয়েছেন মোট ২১ জন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কে কে আছেন:

সাকিব আল হাসান (তিন ফরম্যাট), লিটন কুমার দাস (তিন ফরম্যাট), মেহেদী হাসান মিরাজ (তিন ফরম্যাট), তাসকিন আহমেদ (তিন ফরম্যাট), তামিম ইকবাল (টেস্ট, ওয়ানডে), মুশফিকুর রহিম (টেস্ট, ওয়ানডে), নাজমুল হোসেন শান্ত (টেস্ট, টি২০), নুরুল হাসান সোহান (টেস্ট, টি২০), মুমিনুল হক (টেস্ট), তাইজুল ইসলাম (টেস্ট), এবাদত হোসেন (টেস্ট), খালেদ আহমেদ (টেস্ট), জাকির হাসান (টেস্ট), মাহমুদউল্লাহ (ওয়ানডে), মুস্তাফিজুর রহমান (ওয়ানডে, টি২০), আফিফ হোসেন (ওয়ানডে, টি২০), শরিফুল ইসলাম (ওয়ানডে, টি২০), নাসুম আহমেদ (টি২০), শেখ মেহেদী হাসান (টি২০), মোসাদ্দেক হোসেন (টি২০) ও হাসান মাহমুদ (টি২০)।