বিসিক স্কিটিতে ৭দিনব্যাপী উদ্যোক্তা হাট শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ১৫৬ Time View
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী উত্তরায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) ৭ দিনব্যাপী উদ্যোক্তা হাট শুরু হয়েছে।
.
বিসিক উদ্যোক্তা ফোরাম, ঐক্য ফাউন্ডেশন ও পিপলস ফুটওয়্যার ও লেদার গুডসের যৌথ সহযোগিতায় এ হাটের আয়োজন করেছে বিসিক।
.
গতকাল (০৬ মে ২০২১) বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্যোক্তা হাটের শুভ উদ্বোধন করেন।
.
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক মহাব্যবস্থাপক ও স্কিটি’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শফিকুল আলম। উদ্যোক্তা হাটের ২০টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিক, শাড়ি-কাপড়, থ্রিপিচ, মধুসহ বিভিন্ন দেশি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তাগণ।
.
উক্ত হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে। ক্রেতা সাধারণকে উক্ত হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য ক্রয়ের আহ্বান জানাচ্ছে বিসিক কর্তৃপক্ষ। করোনা প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে সরকার স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে দেওয়া যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রেক্ষিতে যেসকল ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব শোরুম নেই সেসকল ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ক্ষতির কথা বিবেচনা করে এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিসিক এ হাটের আয়োজন করে।
.
No description available.
.
বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি প্রাঙ্গনে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এ হাটের আয়োজন করা হয়েছে। স্কিটি প্রাঙ্গনে মোট ৬০ টি স্টল স্থাপনের জায়গার সংকুলান রয়েছে সেখানে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মাত্র ২০ টি স্টলের স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
.
মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিজস্ব শোরুম না থাকার কারণে তাঁরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এসকল ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ হতে ঋণ প্রদান করেছে বিসিক। বিসিক থেকে প্রাপ্ত প্রণোদনা ঋণের টাকায় আবারো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এসকল উদ্যোক্তাগণ।

Please Share This Post in Your Social Media

বিসিক স্কিটিতে ৭দিনব্যাপী উদ্যোক্তা হাট শুরু

Update Time : ০৫:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে রাজধানী উত্তরায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউটে (স্কিটি) ৭ দিনব্যাপী উদ্যোক্তা হাট শুরু হয়েছে।
.
বিসিক উদ্যোক্তা ফোরাম, ঐক্য ফাউন্ডেশন ও পিপলস ফুটওয়্যার ও লেদার গুডসের যৌথ সহযোগিতায় এ হাটের আয়োজন করেছে বিসিক।
.
গতকাল (০৬ মে ২০২১) বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উদ্যোক্তা হাটের শুভ উদ্বোধন করেন।
.
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক মহাব্যবস্থাপক ও স্কিটি’র অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শফিকুল আলম। উদ্যোক্তা হাটের ২০টি স্টলে চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিক, শাড়ি-কাপড়, থ্রিপিচ, মধুসহ বিভিন্ন দেশি পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তাগণ।
.
উক্ত হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে। ক্রেতা সাধারণকে উক্ত হাটে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য ক্রয়ের আহ্বান জানাচ্ছে বিসিক কর্তৃপক্ষ। করোনা প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে সরকার স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে দেওয়া যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রেক্ষিতে যেসকল ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজস্ব শোরুম নেই সেসকল ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের ক্ষতির কথা বিবেচনা করে এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিসিক এ হাটের আয়োজন করে।
.
No description available.
.
বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি প্রাঙ্গনে সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এ হাটের আয়োজন করা হয়েছে। স্কিটি প্রাঙ্গনে মোট ৬০ টি স্টল স্থাপনের জায়গার সংকুলান রয়েছে সেখানে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মাত্র ২০ টি স্টলের স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
.
মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিজস্ব শোরুম না থাকার কারণে তাঁরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এসকল ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ হতে ঋণ প্রদান করেছে বিসিক। বিসিক থেকে প্রাপ্ত প্রণোদনা ঋণের টাকায় আবারো ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন এসকল উদ্যোক্তাগণ।