বিসিএসে অন্যের হয়ে পরীক্ষা দিলে যে শাস্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ৯৯ Time View

নিউজ ডেস্ক:

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বিশেষ আইন পাস করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বিসিএসে ভুয়া পরীক্ষার্থী হিসেবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

বিসিএস পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

আইনে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় কোনো ব্যক্তি পরীক্ষার্থী না হওয়ার পরও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করে বা পরীক্ষার্থী বলে ভান করে মিথ্যা তথ্য প্রদান করে পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করলে বা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করলে এটি একটি অপরাধ বলে ধরা হবে। এ অপরাধের জন্য ওই ব্যক্তিকে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন কর্মকর্তা বলেন, আগে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা ছিল না। বিসিএসের পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ধরা পড়লেও যথাযথ আইন না থাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেত না। এ আইনের ফলে ভুয়া পরীক্ষার্থীদের দুই বছর পর্যন্ত কারাবাসের সাজা দেওয়ার বিধান রয়েছে। এ আইন ভুয়া পরীক্ষার্থীদের জন্য একটি বার্তা বলে মনে করেন ওই কর্মকর্তা।

তিনি আরো বলেন, যোগ্য প্রার্থী বা মেধাবীরাই যাতে বিসিএসের মাধ্যমে চাকরি পান, তা নিশ্চিত করতে এ আইন কার্যকর ভূমিকা পালন করবে। এতে ভুয়া পরীক্ষার্থীরা যেমন নিরুৎসাহিত হবেন, তেমনি এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে ভয় পাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বিসিএসে অন্যের হয়ে পরীক্ষা দিলে যে শাস্তি

Update Time : ০১:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

নিউজ ডেস্ক:

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বিশেষ আইন পাস করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বিসিএসে ভুয়া পরীক্ষার্থী হিসেবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

বিসিএস পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী হিসেবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

আইনে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় কোনো ব্যক্তি পরীক্ষার্থী না হওয়ার পরও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করে বা পরীক্ষার্থী বলে ভান করে মিথ্যা তথ্য প্রদান করে পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করলে বা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করলে এটি একটি অপরাধ বলে ধরা হবে। এ অপরাধের জন্য ওই ব্যক্তিকে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে পিএসসির একজন কর্মকর্তা বলেন, আগে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা ছিল না। বিসিএসের পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ধরা পড়লেও যথাযথ আইন না থাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেত না। এ আইনের ফলে ভুয়া পরীক্ষার্থীদের দুই বছর পর্যন্ত কারাবাসের সাজা দেওয়ার বিধান রয়েছে। এ আইন ভুয়া পরীক্ষার্থীদের জন্য একটি বার্তা বলে মনে করেন ওই কর্মকর্তা।

তিনি আরো বলেন, যোগ্য প্রার্থী বা মেধাবীরাই যাতে বিসিএসের মাধ্যমে চাকরি পান, তা নিশ্চিত করতে এ আইন কার্যকর ভূমিকা পালন করবে। এতে ভুয়া পরীক্ষার্থীরা যেমন নিরুৎসাহিত হবেন, তেমনি এ ধরনের কার্যক্রম পরিচালনা করতে ভয় পাবেন।