বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • / ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ব বাজারে বেশ কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিম্নমুখি অবস্থানে রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কয়েকদিন স্থিতিশীল থাকার পর আন্তর্জাতিক বাজারে শুক্রবার একদিনে প্রায় পাঁচ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে যে দুই ধরনের অপরিশোধিত জ্বালানি তেল পাওয়া যায়, যথা বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়েরই দাম শুক্রবার কমেছে।

শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৩১ ডলার অথবা ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৬ দশমিক ১৫ ডলারে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ৪ দশমিক ৭৫ ডলার অথবা ৫ দশমিক ৭ শতাংশ। প্রতিব্যারেল ডব্লিউটিআই এখন বিক্রি হচ্ছে ৭৮ দশমিক ৭৪ ডলারে। এ নিয়ে এক সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম কমেছে প্রায় সাত শতাংশ।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেকরা এ জন্য দুই দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন ডলারের দর সর্বোচ্চ পর্যায়ে যাওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দার শঙ্কা আরও তীব্র হওয়ার জেরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এছাড়াও বিশ্লেষকেরা অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনকে দায়ী করেছেন। গত কয়েক মাস ধরেই অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি কমিয়েছে দেশটি।

এছাড়াও তেলের বাজার স্থিতিশীল রাখতে সম্প্রতি জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাস-এর বিভিন্ন পদক্ষেপের পর বিশ্ববাজারে তেলের দাম বেশ কিছুদিন ধরে স্থিতিশীল ছিলো।

Tag :

Please Share This Post in Your Social Media

বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখি

Update Time : ০২:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ব বাজারে বেশ কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিম্নমুখি অবস্থানে রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে কয়েকদিন স্থিতিশীল থাকার পর আন্তর্জাতিক বাজারে শুক্রবার একদিনে প্রায় পাঁচ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে যে দুই ধরনের অপরিশোধিত জ্বালানি তেল পাওয়া যায়, যথা বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয়েরই দাম শুক্রবার কমেছে।

শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৩১ ডলার অথবা ৪ দশমিক ৮ শতাংশ কমেছে। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৬ দশমিক ১৫ ডলারে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ৪ দশমিক ৭৫ ডলার অথবা ৫ দশমিক ৭ শতাংশ। প্রতিব্যারেল ডব্লিউটিআই এখন বিক্রি হচ্ছে ৭৮ দশমিক ৭৪ ডলারে। এ নিয়ে এক সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম কমেছে প্রায় সাত শতাংশ।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশ্লেকরা এ জন্য দুই দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন ডলারের দর সর্বোচ্চ পর্যায়ে যাওয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দার শঙ্কা আরও তীব্র হওয়ার জেরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এছাড়াও বিশ্লেষকেরা অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীনকে দায়ী করেছেন। গত কয়েক মাস ধরেই অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি কমিয়েছে দেশটি।

এছাড়াও তেলের বাজার স্থিতিশীল রাখতে সম্প্রতি জ্বালানি তেল উৎপাদন ও রপ্তানিকারী দেশগুলোর জোট ওপেক প্লাস-এর বিভিন্ন পদক্ষেপের পর বিশ্ববাজারে তেলের দাম বেশ কিছুদিন ধরে স্থিতিশীল ছিলো।