বিশ্বকাপে আরও ভালো খেলতে চাই: মেহেদী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • / 42

স্পোর্টস ডেস্ক

দারুণ সব পারফরম্যান্সের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপেও দারুণ কিছুই করে দেখাতে চান মেহেদী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।

মেহেদী বলেন, ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে (বিশ্বকাপে)। প্রথম রাউন্ড শেষ করে পরের রাউন্ডে আগে যাওয়া। এজ ইউজুয়াল, আমি যেভাবে পারফরম্যান্স করি, ওভাবে করতে চাই না বিশ্বকাপে। এর থেকে বেটার, আরও ভালো পারফরম্যান্স করতে চাই।’

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে’তে বোলিং করার মতো চ্যালেঞ্জিং কাজটি প্রায় প্রতিনিয়তই করে যাচ্ছেন মেহেদী। এই ফরম্যাটের বাস্তবতায় পাওয়ার প্লে’তে বোলিং করাটা আরও বেশি কঠিন। তিনি বলেন, ‘উপভোগ করা থেকে চ্যালেঞ্জ অনেক বেশি সেখানে। যেহেতু পাওয়ার প্লে’তে…টি-টোয়েন্টি ক্রিকেট… রানের খেলা। তো এখানে নিজেকে যত কম রানে আটকানো যায় আরকি বোলিং করে। তো ওই চ্যালেঞ্জ বেশি থাকে। উপভোগ থেকে চ্যালেঞ্জ বেশি থাকে। কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লে’তে । তো উপভোগ তো একদমই থাকে না। তো ওখানে যদি উপভোগ করতে পারি, তাহলে দলের লাভটাই বেশি হয়।’

মেহেদী বলেন, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই এখানে সবথেকে সিনিয়র ক্রিকেটার। বয়স হিসেবে। রিয়াদ ভাইয়ের সাথে আমরা খুব ফ্রেন্ডলি মিশি, খুব আন্তরিকভাবে। রিয়াদ ভাই আমাদের সঙ্গে খুব মজা করে, ঠাট্টা করে। এটাই আমাদের ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের এখন সিনিয়র জুনিয়র নাই, সবার সাথে সবাই ঠাট্টা-মজা করে এভাবেই। মজা করেই আমরা সময় কাটাই। কাজের সময় খুব সিরিয়াস থাকি। আমি যখন থেকে ক্রিকেট খেলা বুঝি, তখন থেকে সাকিব ভাইয়ের খেলা খুব ভালো লাগত। আমি যখন সাত-আটে ব্যাটিং করার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন থেকে রিয়াদ ভাইয়ের ব্যাটিং আমার খুব ভালো লাগত, একজন ফিনিশার হিসেবে। সাকিব ভাই আইডল বলতে পারেন, রিয়াদ ভাইয়ের ব্যাটিং ভালো লাগে।’

Tag :

Please Share This Post in Your Social Media

বিশ্বকাপে আরও ভালো খেলতে চাই: মেহেদী

Update Time : ০৪:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক

দারুণ সব পারফরম্যান্সের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপেও দারুণ কিছুই করে দেখাতে চান মেহেদী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশিত ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি।

মেহেদী বলেন, ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে (বিশ্বকাপে)। প্রথম রাউন্ড শেষ করে পরের রাউন্ডে আগে যাওয়া। এজ ইউজুয়াল, আমি যেভাবে পারফরম্যান্স করি, ওভাবে করতে চাই না বিশ্বকাপে। এর থেকে বেটার, আরও ভালো পারফরম্যান্স করতে চাই।’

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে’তে বোলিং করার মতো চ্যালেঞ্জিং কাজটি প্রায় প্রতিনিয়তই করে যাচ্ছেন মেহেদী। এই ফরম্যাটের বাস্তবতায় পাওয়ার প্লে’তে বোলিং করাটা আরও বেশি কঠিন। তিনি বলেন, ‘উপভোগ করা থেকে চ্যালেঞ্জ অনেক বেশি সেখানে। যেহেতু পাওয়ার প্লে’তে…টি-টোয়েন্টি ক্রিকেট… রানের খেলা। তো এখানে নিজেকে যত কম রানে আটকানো যায় আরকি বোলিং করে। তো ওই চ্যালেঞ্জ বেশি থাকে। উপভোগ থেকে চ্যালেঞ্জ বেশি থাকে। কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লে’তে । তো উপভোগ তো একদমই থাকে না। তো ওখানে যদি উপভোগ করতে পারি, তাহলে দলের লাভটাই বেশি হয়।’

মেহেদী বলেন, ‘রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই এখানে সবথেকে সিনিয়র ক্রিকেটার। বয়স হিসেবে। রিয়াদ ভাইয়ের সাথে আমরা খুব ফ্রেন্ডলি মিশি, খুব আন্তরিকভাবে। রিয়াদ ভাই আমাদের সঙ্গে খুব মজা করে, ঠাট্টা করে। এটাই আমাদের ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের এখন সিনিয়র জুনিয়র নাই, সবার সাথে সবাই ঠাট্টা-মজা করে এভাবেই। মজা করেই আমরা সময় কাটাই। কাজের সময় খুব সিরিয়াস থাকি। আমি যখন থেকে ক্রিকেট খেলা বুঝি, তখন থেকে সাকিব ভাইয়ের খেলা খুব ভালো লাগত। আমি যখন সাত-আটে ব্যাটিং করার জন্য প্রস্তুত হচ্ছিলাম, তখন থেকে রিয়াদ ভাইয়ের ব্যাটিং আমার খুব ভালো লাগত, একজন ফিনিশার হিসেবে। সাকিব ভাই আইডল বলতে পারেন, রিয়াদ ভাইয়ের ব্যাটিং ভালো লাগে।’