বিরামপুরে ২ নারী মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১৭১ Time View
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল বহনের অপরাধে মনোয়ারা বেগম ও দুলালী বেগম নামের দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার (১ মে) গভীর রাতে উপজেলার হাবিবপুর হরেকৃষ্টপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
.
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মনোয়ারা বেগম শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার আরিফুল ইসলামের স্ত্রী এবং দুলালী বেগম ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী।
.
পুলিশ জানায়, শনিবার রাতে বিরামপুর সীমান্ত এলকা থেকে নিজের শরীরে বিশেষ কৌশলে বাঁধা দুই নারী ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিরামপুর শহরের দিকে আসছিলেন।
.
এ সময় পুলিশের একটি টহলদল তাদের থামিয়ে অটোরিকশাটির গতিরোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের শরীর তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
.
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ‘ঐ দুই নারী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে মাদক আইনে দু’জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে’।

Please Share This Post in Your Social Media

বিরামপুরে ২ নারী মাদক কারবারি আটক

Update Time : ১২:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল বহনের অপরাধে মনোয়ারা বেগম ও দুলালী বেগম নামের দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত শনিবার (১ মে) গভীর রাতে উপজেলার হাবিবপুর হরেকৃষ্টপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
.
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মনোয়ারা বেগম শহরের পূর্ব জগন্নাথপুর এলাকার আরিফুল ইসলামের স্ত্রী এবং দুলালী বেগম ওই এলাকার আব্দুল কাদেরের স্ত্রী।
.
পুলিশ জানায়, শনিবার রাতে বিরামপুর সীমান্ত এলকা থেকে নিজের শরীরে বিশেষ কৌশলে বাঁধা দুই নারী ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিরামপুর শহরের দিকে আসছিলেন।
.
এ সময় পুলিশের একটি টহলদল তাদের থামিয়ে অটোরিকশাটির গতিরোধ করে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের শরীর তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
.
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বলেন, ‘ঐ দুই নারী দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে মাদক আইনে দু’জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে’।