বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, গরমে ৬০০ মুরগির মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:৪৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • / ১৯১ Time View

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের কাজীপাড়া গ্রামে গরমে এক খামারির ৬০০ মুরগি মারা গেছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি।

খামারি হাসানুর রহমান জানান, গত ফেব্রুয়ারিতে ৭ হাজার ২০০ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সাপেক্ষে নতুন করে সংযোগ নিয়ে মেসার্স মুনতহা পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। কিন্তু হঠাৎ করে ২৪ হাজার টাকা বকেয়া বিল থাকার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন।

হাসানুরের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি বাড়িতে ছিলেন না। এমনকি তাকে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি সংশ্লিষ্ট কেউই জানায়নি। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখেন তিনি। এ অবস্থায় শুক্রবার (৮ এপ্রিল) সকালে উঠে খামারে থাকা ৬০০ মুরগি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তার অভিযোগ, গরম সহ্য করতে না পেরেই মুরগিগুলোর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি বিকেলে সদর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।

বকেয়া বিল না থাকার পর সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আমরা হেড অফিসের নির্দেশনা অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করেছি। তার নাম হিট লিস্টে রয়েছে। এছাড়া লেজার বুকেও তার নামে ২৪ হাজার টাকা বকেয়া রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, গরমে ৬০০ মুরগির মৃত্যু!

Update Time : ০৪:৪৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের কাজীপাড়া গ্রামে গরমে এক খামারির ৬০০ মুরগি মারা গেছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি।

খামারি হাসানুর রহমান জানান, গত ফেব্রুয়ারিতে ৭ হাজার ২০০ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ সাপেক্ষে নতুন করে সংযোগ নিয়ে মেসার্স মুনতহা পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। কিন্তু হঠাৎ করে ২৪ হাজার টাকা বকেয়া বিল থাকার অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন।

হাসানুরের দাবি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিনি বাড়িতে ছিলেন না। এমনকি তাকে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি সংশ্লিষ্ট কেউই জানায়নি। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেখেন তিনি। এ অবস্থায় শুক্রবার (৮ এপ্রিল) সকালে উঠে খামারে থাকা ৬০০ মুরগি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তার অভিযোগ, গরম সহ্য করতে না পেরেই মুরগিগুলোর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনি বিকেলে সদর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন।

বকেয়া বিল না থাকার পর সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ বলেন, বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আমরা হেড অফিসের নির্দেশনা অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করেছি। তার নাম হিট লিস্টে রয়েছে। এছাড়া লেজার বুকেও তার নামে ২৪ হাজার টাকা বকেয়া রয়েছে।