বিজ্ঞাপনচিত্রে জুটি বাঁধলেন ইমতু রাতিশ ও মৌমিতা মৌ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১৭২ Time View

নিজস্ব প্রতিবেদক:

বিজ্ঞাপনচিত্রে জুটি বেঁধেছেন ইমতু রাতিশ ও মৌমিতা মৌ। আসিফ আহমেদের ‘বি-টেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল’ শীর্ষক এই বিজ্ঞাপনচিত্রের কাজ গত ৮ ফেব্রুয়ারী সিলেটের জাফলং জৈন্তাপুরের শ্রীপুর টি গার্ডেনের মনোরম কিছু লোকেশনে সম্পন্ন হয়। এ বিজ্ঞাপনচিত্রে লাইন প্রডিউসার হিসেবে ছিলেন এ এইচ রানা এবং ডিওপি মোঃ সোহাগ। জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষে রয়েছে সম্পাদনার টেবিলে।

মিডিয়া পয়েন্ট এজেন্সীর তত্ত্বাবধানে এবং রোডস ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নতুন বিজ্ঞাপন সর্ম্পকে নির্মাতা বলেন, ‘আমি যতগুলো কাজ করেছি, সবকটিই একটু ভিন্ন কনসেপ্টে করা। এটিও ব্যতিক্রম নয়। ইমতু রাতিশ ও মৌমিতা মৌকে সবাই চেনে। তারা চেষ্টা করেছে তাদের সেরাটা দেবার। আমিও সুন্দর একটি বিজ্ঞাপন নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি, দর্শক পছন্দ করবে।’

ইমতু বলেন, ‘অনেক দিন পর বিজ্ঞাপন করলাম। নির্মাতা আসিফ অনেক বেশী ট্যালেন্টেড। অন্যদিকে কো আটিষ্ট মৌ খুবই কো-অপারেটিভ।সব মিলিয়ে আমার বেশ ভাল লেগেছে। দর্শকদেরও ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।’

মৌমিতা মৌ বলেন, ‘কাজটি ভালো হয়েছে। কনসেপ্ট, লোকেশন ও নির্মাণ-সব মিলিয়ে দারুণ লাগবে দর্শকদের কাছে বলে বিশ্বাস করি।’

বিজ্ঞাপনচিত্রটি শ্রীঘ্রই টিভি চ্যানেলে অনএয়ার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপনচিত্রে জুটি বাঁধলেন ইমতু রাতিশ ও মৌমিতা মৌ

Update Time : ০২:২৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক:

বিজ্ঞাপনচিত্রে জুটি বেঁধেছেন ইমতু রাতিশ ও মৌমিতা মৌ। আসিফ আহমেদের ‘বি-টেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল’ শীর্ষক এই বিজ্ঞাপনচিত্রের কাজ গত ৮ ফেব্রুয়ারী সিলেটের জাফলং জৈন্তাপুরের শ্রীপুর টি গার্ডেনের মনোরম কিছু লোকেশনে সম্পন্ন হয়। এ বিজ্ঞাপনচিত্রে লাইন প্রডিউসার হিসেবে ছিলেন এ এইচ রানা এবং ডিওপি মোঃ সোহাগ। জিঙ্গেল নির্ভর এই বিজ্ঞাপনচিত্রের শুটিং শেষে রয়েছে সম্পাদনার টেবিলে।

মিডিয়া পয়েন্ট এজেন্সীর তত্ত্বাবধানে এবং রোডস ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই নতুন বিজ্ঞাপন সর্ম্পকে নির্মাতা বলেন, ‘আমি যতগুলো কাজ করেছি, সবকটিই একটু ভিন্ন কনসেপ্টে করা। এটিও ব্যতিক্রম নয়। ইমতু রাতিশ ও মৌমিতা মৌকে সবাই চেনে। তারা চেষ্টা করেছে তাদের সেরাটা দেবার। আমিও সুন্দর একটি বিজ্ঞাপন নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি, দর্শক পছন্দ করবে।’

ইমতু বলেন, ‘অনেক দিন পর বিজ্ঞাপন করলাম। নির্মাতা আসিফ অনেক বেশী ট্যালেন্টেড। অন্যদিকে কো আটিষ্ট মৌ খুবই কো-অপারেটিভ।সব মিলিয়ে আমার বেশ ভাল লেগেছে। দর্শকদেরও ভাল লাগবে বলেই আমার বিশ্বাস।’

মৌমিতা মৌ বলেন, ‘কাজটি ভালো হয়েছে। কনসেপ্ট, লোকেশন ও নির্মাণ-সব মিলিয়ে দারুণ লাগবে দর্শকদের কাছে বলে বিশ্বাস করি।’

বিজ্ঞাপনচিত্রটি শ্রীঘ্রই টিভি চ্যানেলে অনএয়ার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।