বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবে জাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / ২০৪ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে নতুন করে বেশকিছু দাবি জানানো হয়। দাবিগুলো হলো- শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে মামলা, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়াতে যেসব শিক্ষার্থী এখনও রয়েছেন তাদেরকে পুলিশি হেফাজতে ক্যাম্পাসে আনতে হবে এবং নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিতে হবে। এছাড়া হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণেরও দাবি জানান তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানিয়েছেন।

রহিমা কানিজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আজকের মধ্যেই মামলা হতে পারে।’

Tag :

Please Share This Post in Your Social Media

বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবে জাবি শিক্ষার্থীরা

Update Time : ০৩:০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে নতুন করে বেশকিছু দাবি জানানো হয়। দাবিগুলো হলো- শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে মামলা, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়াতে যেসব শিক্ষার্থী এখনও রয়েছেন তাদেরকে পুলিশি হেফাজতে ক্যাম্পাসে আনতে হবে এবং নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দিতে হবে। এছাড়া হামলায় আহত ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ক্ষতিপূরণেরও দাবি জানান তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানিয়েছেন।

রহিমা কানিজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আজকের মধ্যেই মামলা হতে পারে।’