বিএসসি ২০২০-২১ অর্থ বছরে ৭২ কোটি তিন লাখ টাকা নীট লাভ করেছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
  • / ১৬৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২০-২১ অর্থ বছরে ৭২ কোটি তিন লাখ টাকা নীট লাভ করেছে। ২০১৯-২০ অর্থ বছরে বিএসসি ৪১ কোটি ৪৭ লাখ টাকা নীট লাভ করেছিল। নীট লাভ বৃদ্ধি পেয়েছে ৩০ কোটি ৫৬ লাখ টাকা। বিএসসি ২০২১-২২ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬৬ কোটি ২৫ লাখ টাকা নীট লাভ করেছে। গত অর্থবছরের (২০২০-২১) একই সময়ে নীট লাভ ছিল আট কোটি ৮০ লাখ টাকা।

আজ ঢাকায় বিএসসি ভবনে বিএসসি’র পরিচালনা পর্ষদের ৩১০তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।

বিএসসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে জানানো হয় যে, বিএসসি ২০১৯-২০ অর্থ বছরে শেয়ারহোল্ডারদেরকে ১০% লভ্যাংশ দিয়েছে। ২০২০-২১ অর্থ বছরে ১২% লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে।

সভায় অন্যান্যের মধ্যে বিএসসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য ও বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুর রহিম খান, পরিচালনা পর্ষদের সদস্য নাসিমা পারভীন, পরিচালনা পর্ষদের সদস্য ড. পীযূষ দত্ত এবং পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

বিএসসি ২০২০-২১ অর্থ বছরে ৭২ কোটি তিন লাখ টাকা নীট লাভ করেছে

Update Time : ০৬:২০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২০২০-২১ অর্থ বছরে ৭২ কোটি তিন লাখ টাকা নীট লাভ করেছে। ২০১৯-২০ অর্থ বছরে বিএসসি ৪১ কোটি ৪৭ লাখ টাকা নীট লাভ করেছিল। নীট লাভ বৃদ্ধি পেয়েছে ৩০ কোটি ৫৬ লাখ টাকা। বিএসসি ২০২১-২২ অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬৬ কোটি ২৫ লাখ টাকা নীট লাভ করেছে। গত অর্থবছরের (২০২০-২১) একই সময়ে নীট লাভ ছিল আট কোটি ৮০ লাখ টাকা।

আজ ঢাকায় বিএসসি ভবনে বিএসসি’র পরিচালনা পর্ষদের ৩১০তম বৈঠকে এসব তথ্য জানানো হয়।

বিএসসি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে জানানো হয় যে, বিএসসি ২০১৯-২০ অর্থ বছরে শেয়ারহোল্ডারদেরকে ১০% লভ্যাংশ দিয়েছে। ২০২০-২১ অর্থ বছরে ১২% লভ্যাংশ দেয়ার প্রস্তাব করেছে।

সভায় অন্যান্যের মধ্যে বিএসসি’র পরিচালনা পর্ষদের সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, পরিচালনা পর্ষদের সদস্য ও বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ সাব্বির, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক প্রফেসর এম শাহজাহান মিনা, পরিচালনা পর্ষদের সদস্য স্বতন্ত্র পরিচালক ড. মো. আবদুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুর রহিম খান, পরিচালনা পর্ষদের সদস্য নাসিমা পারভীন, পরিচালনা পর্ষদের সদস্য ড. পীযূষ দত্ত এবং পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন।