বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালেবানরা

  • Update Time : ১০:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / 178

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে অবস্থানের সময় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করা স্থানীয় আফগানদের খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালেবান যোদ্ধারা।

শুধু তাই নয়, তালিকা ধরে সেই আফগানদের খুঁজতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরেও তল্লাশি চালাচ্ছে তারা। তালেবানদের ধারণা, দেশ ছাড়ার উদ্দেশে যারা বিমানবন্দরের জড়ো হয়েছেন তাদের মধ্যেও বিদেশি সহায়তাকারীরা থাকতে পারে।

জাতিসংঘের একটি গোপন নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে।

ওই নথিতে বলা হয়েছে, যেসব আফগানরা মার্কিন ও ন্যাটো বাহিনীর হয়ে কাজ করেছেন ওই তালিকায় তাদের নাম রয়েছে। তাদের খুঁজে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে শাস্তি দিতে চায় তালেবান। এমনকি ইতিমধ্যে পালিয়ে যাওয়াদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, নিজে থেকে ধরা না দিলে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, কাবুল দখলের পর বিদেশি বাহিনীদের সহায়তাকারী আফগানদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান।

Tag :

Please Share This Post in Your Social Media

বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালেবানরা

Update Time : ১০:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে অবস্থানের সময় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করা স্থানীয় আফগানদের খুঁজতে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে তালেবান যোদ্ধারা।

শুধু তাই নয়, তালিকা ধরে সেই আফগানদের খুঁজতে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরেও তল্লাশি চালাচ্ছে তারা। তালেবানদের ধারণা, দেশ ছাড়ার উদ্দেশে যারা বিমানবন্দরের জড়ো হয়েছেন তাদের মধ্যেও বিদেশি সহায়তাকারীরা থাকতে পারে।

জাতিসংঘের একটি গোপন নথির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এ কথা জানিয়েছে।

ওই নথিতে বলা হয়েছে, যেসব আফগানরা মার্কিন ও ন্যাটো বাহিনীর হয়ে কাজ করেছেন ওই তালিকায় তাদের নাম রয়েছে। তাদের খুঁজে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনে শাস্তি দিতে চায় তালেবান। এমনকি ইতিমধ্যে পালিয়ে যাওয়াদের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, নিজে থেকে ধরা না দিলে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, কাবুল দখলের পর বিদেশি বাহিনীদের সহায়তাকারী আফগানদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিল তালেবান।