বান্দরবানে রিসোর্ট মালিক-পর্যটকের মধ্যে সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • / ২০৫ Time View

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে রিসোর্ট মালিক ও পর্যটকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পর্যটক আহত হয়েছেন।

আহতরা হলেন- তামান্না সরিফ (২৭), তানভীর ইসলাম (২৮), মনোয়ারা বেগম (৫০)। তারা সবাই ঢাকার শান্তি নগরের বাসিন্দা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পর্যটন স্পট নীলাচলের নীলাম্বরী রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পর্যটকদের মধ্যে ফরহাদ জানান, ঢাকার শান্তি বাগ ও মালিবাগ থেকে আত্মীয়-স্বজনসহ ১১ জনের একটি দল সেন্টমাটিন, কক্সবাজার হয়ে বান্দরবানে বেড়াতে আসেন। বান্দরবান ভ্রমণে এসে আজ বিকেলে নীলাচলে যান। সেখানে ঘুরতে ঘুরতে একপর্যায়ে বিকেল ৫টায় নীলাম্বরী রিসোর্টের সামনে গেলে রিসোর্টের ম্যানেজার তাদের ইভটিজিং করার মিথ্যা অপবাদে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে নীলাম্বরী রিসোর্টের ২০ থেকে ২৫ জন মিলে তাদের মারধর করে। এতে তামান্না সরিফ, তানভীর ইসলাম, মনোয়ারা বেগম গুরুত্বর আহত হন। পরে তারা টুরিস্ট পুলিশের সহায়তা নেন। এরপর তাদের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, হোটেলের সামনে একটি ছেলে ও মেয়ে ছবি তুলছিল। এ নিয়ে পর্যটক ও হোটেল পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। এরপর হোটেল পক্ষের লোকজন যাকে কাছে পেয়েছেন তাকেই মারধর করছেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করি। পরে পুলিশ এসে উভয়পক্ষের লোকজনকে থানায় নিয়ে যায়।

নীলাম্বরী রিসোর্টের স্বত্বাধিকারী সায়েদুর জানান, স্ত্রীকে নিয়ে রিসোর্টের বাইরে ছবি তুলছিলেন। এসময় কিছু পর্যটকরা খুব বাজে মন্তব্য করে তাদের উদ্দেশ্যে। এসময় বাজে মন্তব্যের কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এক পর্যটক তাকে আঘাত করলে হোটেল কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে যায়।

বান্দরবান হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে উভয়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

বান্দরবান টুরিস্ট পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হালিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উভয়পক্ষকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। পর্যটকদের মধ্যে কয়েকজন বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেঘলা-নীলাচল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়েসুর রহমান জানান, ঘটনা সম্পর্কে শুনেছি। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার জন্য বান্দরবান সদর থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে নীলাম্বরী রিসোর্টের স্বত্বাধিকারী সায়েদুরসহ চারজনকে আটক করা হয়েছে। এ চারজনসহ অজ্ঞাতনামা দশ/বার জনের বিরুদ্ধে মামলা রজু করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

বান্দরবানে রিসোর্ট মালিক-পর্যটকের মধ্যে সংঘর্ষ, আহত ৩

Update Time : ০১:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে রিসোর্ট মালিক ও পর্যটকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন পর্যটক আহত হয়েছেন।

আহতরা হলেন- তামান্না সরিফ (২৭), তানভীর ইসলাম (২৮), মনোয়ারা বেগম (৫০)। তারা সবাই ঢাকার শান্তি নগরের বাসিন্দা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পর্যটন স্পট নীলাচলের নীলাম্বরী রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পর্যটকদের মধ্যে ফরহাদ জানান, ঢাকার শান্তি বাগ ও মালিবাগ থেকে আত্মীয়-স্বজনসহ ১১ জনের একটি দল সেন্টমাটিন, কক্সবাজার হয়ে বান্দরবানে বেড়াতে আসেন। বান্দরবান ভ্রমণে এসে আজ বিকেলে নীলাচলে যান। সেখানে ঘুরতে ঘুরতে একপর্যায়ে বিকেল ৫টায় নীলাম্বরী রিসোর্টের সামনে গেলে রিসোর্টের ম্যানেজার তাদের ইভটিজিং করার মিথ্যা অপবাদে ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে নীলাম্বরী রিসোর্টের ২০ থেকে ২৫ জন মিলে তাদের মারধর করে। এতে তামান্না সরিফ, তানভীর ইসলাম, মনোয়ারা বেগম গুরুত্বর আহত হন। পরে তারা টুরিস্ট পুলিশের সহায়তা নেন। এরপর তাদের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, হোটেলের সামনে একটি ছেলে ও মেয়ে ছবি তুলছিল। এ নিয়ে পর্যটক ও হোটেল পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। এরপর হোটেল পক্ষের লোকজন যাকে কাছে পেয়েছেন তাকেই মারধর করছেন। অবস্থা বেগতিক দেখে স্থানীয় পুলিশকে বিষয়টি অবহিত করি। পরে পুলিশ এসে উভয়পক্ষের লোকজনকে থানায় নিয়ে যায়।

নীলাম্বরী রিসোর্টের স্বত্বাধিকারী সায়েদুর জানান, স্ত্রীকে নিয়ে রিসোর্টের বাইরে ছবি তুলছিলেন। এসময় কিছু পর্যটকরা খুব বাজে মন্তব্য করে তাদের উদ্দেশ্যে। এসময় বাজে মন্তব্যের কারণ জানতে চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এক পর্যটক তাকে আঘাত করলে হোটেল কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে যায়।

বান্দরবান হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। এ নিয়ে উভয়ের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

বান্দরবান টুরিস্ট পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হালিমকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে উভয়পক্ষকে বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। পর্যটকদের মধ্যে কয়েকজন বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেঘলা-নীলাচল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়েসুর রহমান জানান, ঘটনা সম্পর্কে শুনেছি। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার জন্য বান্দরবান সদর থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে নীলাম্বরী রিসোর্টের স্বত্বাধিকারী সায়েদুরসহ চারজনকে আটক করা হয়েছে। এ চারজনসহ অজ্ঞাতনামা দশ/বার জনের বিরুদ্ধে মামলা রজু করা হচ্ছে।